শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » আগামী সংসদ নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন
প্রথম পাতা » রাজনীতি » আগামী সংসদ নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন
২৬২ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী সংসদ নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন

---
পক্ষকাল সংবাদ ঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ইতোমধ্যে বিভিন্ন সভা সমাবেশে অঙ্গীকারনামা তুলে ধরেছেন আওয়ামী লীগ সভাপতি ও বিএনপি চেয়ারপারসন। দু’টি দলের নীতি নির্ধারকরা বলছেন, ভেতরে ভেতরে ইতোমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়াও। তবে নির্বাচনী পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করলেও দুটি দলই শঙ্কায় আছে, দলীয় অন্তঃকোন্দল নিয়ে।

বর্তমান সরকারের ৫ বছর মেয়াদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের বাকি এখনো দেড় বছরেরও বেশী। তবে ইতিমধ্যেই দেশের সব মহলে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা। তাই ভিতরে ভিতরে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিও।

নির্বাচনে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে বিএনপি আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাদের গুরুত্ব দিলেও আওয়ামী লীগের চোখ সংসদ সদস্যদের বিগত বছরগুলোর আমলনামার দিকে।

ওবায়দুল কাদের বলেন, ‘গ্রহণযোগ্য প্রার্থী আমা চাচ্ছি কোথাও কোথাও হয়তো এর একটু ঘাটতি আছে। প্রত্যেকের কাজের একটা তালিকা নেতৃর কাছে আছে। জনগণের কাছে যে প্রার্থী গ্রহণযোগ্য তাকে আমরা মনোনয়ন দেবো।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেবো।’

আওয়ামী লীগ মনে করছে, কেন্দ্রীয় নেতৃত্বের ঐক্যবদ্ধতা দলকে বিএনপি থেকে এগিয়ে রাখলেও আগামী নির্বাচনে তাদের ডোবাতে পারে বিশৃঙ্খল তৃণমূল। আর বিএনপির দাবি, তৃণমূলে বিভক্তি থাকলেও তাদের প্রধান শক্তি জনগণই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের জনগণের প্রতি অনেক বেশি আস্থা। তাই আমরা চাচ্ছি নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন হোক।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সব নেতা কর্মী ঐক্যবদ্ধ। তৃণমূলের নেতা কর্মীদের একটু খাই খাই আছে। যেখানে যা সমস্যা আছে তা প্রতিহত করা হবে।’

নির্বাচনী ব্যবস্থা নিয়েও মুখোমুখি অবস্থানে রয়েছে প্রধান দুই দল।

তবে শেষ পর্যন্ত যে পদ্ধতিতেই দ্বাদশ সংসদ নির্বাচন হোক না কেন, তাতে যে প্রধান দুই দলই অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের কথায় স্পষ্ট।



এ পাতার আরও খবর

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে
ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার
ফ্যানি কাপলানের বুলেটই লেনিনের মৃত্যুকে তরান্বিত করেছিল! ফ্যানি কাপলানের বুলেটই লেনিনের মৃত্যুকে তরান্বিত করেছিল!
নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো
সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল
মিয়ানমারের প্রতি উদারতা দেখানোর সুযোগ নেই : কাদের মিয়ানমারের প্রতি উদারতা দেখানোর সুযোগ নেই : কাদের
আ. লীগের বিশেষ বর্ধিত সভা ১০ ফেব্রুয়ারি আ. লীগের বিশেষ বর্ধিত সভা ১০ ফেব্রুয়ারি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)