শনিবার, ২০ মে ২০১৭
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | ব্রেকিং নিউজ | রাজনীতি » বঙ্গবন্ধু কন্যা খালিয়াজুড়ির ২৫০ জন গরিব মানুষকে নিজ হাতে ত্রান দিলেন
বঙ্গবন্ধু কন্যা খালিয়াজুড়ির ২৫০ জন গরিব মানুষকে নিজ হাতে ত্রান দিলেন
স্টাফ রিপোর্টার :দুখিনী বাংলার মমতাময়ী মা জনগণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা আসলেই মানব দরদী । বৃহস্পতিবার সকালে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে নেত্রকোনার খালিয়াজুরীতে যান প্রধানমন্ত্রী। এর আগে সকাল নয়টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টারে করে নেত্রকোণার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টরটি খালিয়াজুরী পৌঁছায়। প্রধানমন্ত্রী যেখানেই যান সেখানেই নির্ধারিত কর্মসূচির বাইরে এমন কিছু করেন যাতে চমক থাকে। কখনো সাতসকালে ভ্যানে চড়ে পিতৃভূমি ঘুরে দেখেন, কখনো আবার সমুদ্রে খালি পায়ে হাঁটেন। আবার বিদেশের মাটিতে ছোটবোন শেখ রেহানাকে নিয়ে বরফখেলায় মেতে ওঠেন। তথ্যপ্রযুক্তির কল্যাণে এসব চমকে দেয়ার ঘটনার ছবি তো চেপে রাখা যায় না। তাই বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ভাইরাল হয়ে যায়। সম্প্রতি কক্সবাজার সফরে প্রধানমন্ত্রীর সমুদ্রের তীরে পা ভেজানোর ছবি ভাইরাল হয়। এবার বন্যাকবলিত হাওর অঞ্চল নেত্রকোনা সফরে গিয়ে প্রধানমন্ত্রীর রিকশায় চড়া একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। অনেকেই তার পছন্দের এই ছবিগুলো শেয়ার করছেন।
কিন্তু যা সবার দৃষ্টির বাইরে না থেকে সংবাদের প্রধান শিরোনাম হওয়ার কথা ছিল তাই নিয়ে আমরা একটু ফিরে দেখি। প্রধান মন্ত্রী নির্ধারিত কর্মসূচি জনসভা শেষ করেই ছুটে গিয়েছিলেন হাওড়ের অজপাড়া গায়ে খালিয়াজুড়ির থেকে ১০ কিলোঃ দূরে বন্যা কবলিত বল্লভপুর গ্রামে ।সেখানে তিনি নিজ হাতে ত্রান এবং ১০০০ নগদ টাঁকা বিতরন করেন এক এক করে ২৫০ জনের মাঝে। স্বাভাবিক ভাবে হয়তো ৫০ জন অসহায় মানুষ কে সরকারি অনুদানের টাঁকা এবং ত্রান বিতরন করবেন এমন্সিদ্ধান্ত ছিল কিত্নু তিনি যে অতি সাধারনের নেত্রি, তিনি যে আমাদের প্রানের নেত্রি ।বঙ্গবন্ধুর রক্ত যার ধমনিতে প্রবাহিত। তাই ত্নিনিই পারেন এমন প্রচলিত নিয়ম ভেঙ্গে নুতন নিয়মের নুতন পথের দিশা দেখাতে । এই সময় নেত্রির পাশে ৯০ এর সামরিক শাসন বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদের অকুতোভয় নেতা মদন ,খালিয়াজুড়ির মাটি আর মানুষের নেতা শফি আহমেদ ,জেলা প্রশাসক ডঃ মুশফিকুর রহামান ,মতিয়া চৌধুরি,মন্ত্রী জয়,ফেরদৌস কোরেশী প্রমুখকে সাথে নিয়ে ২৫০ জন অসহায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ কে নিজ হাতে চেক এবং ত্রান তুলে দেন মাথায় হাত রেখে সাহস যোগান মানুশকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ জানান, প্রধানমন্ত্রী খালিয়াজুরী হাসপাতালের সামনে থেকে উপজেলা ডাকবাংলা পর্যজন্ত আধা কিলোমিটারের মতো পথ রিকশায় করে আসেন। ডাকবাংলায় পৌঁছে প্রধানমন্ত্রী রিকশাচাগান।৩০০ টাকা বকশিসও দিয়েছেন।