সোমবার, ২২ মে ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » মোংলা বন্দরে কন্টেইনার স্ক্যানিং মেশিন উদ্বোধনের অপেক্ষায়
মোংলা বন্দরে কন্টেইনার স্ক্যানিং মেশিন উদ্বোধনের অপেক্ষায়
আবু হোসাইন সুমন,বাংলার চোখ, মোংলা
বিদেশ থেকে আমদানী করা বিভিন্ন পণ্য পরীক্ষার জন্য অবশেষে মোংলা বন্দরে স্থাপিত হয়েছে কন্টেইনার স্ক্যানিং মেশিন। মেশিনটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। স্থাপনের পর চলছে শেষ মূহুর্তের ফিনিশিং ও রংয়ের কাজ। মেশিনটি চালু হলে বন্দরে আগত কন্টেইনার না খুলেই এর ভিতরে কি পণ্য রয়েছে তা দেখা যাবে। এতে করে কাষ্টমস ও ব্যবসায়ীদের হয়রানী কমবে।
জানা গেছে, বন্দরের বিভিন্ন পণ্য স্পর্শ ছাড়া গুণগত মান অক্ষুন্ন রেখে পরীক্ষার জন্য কন্টেইনার স্ক্যানিং মেশিন ব্যবহার করা হয়। মোংলা বন্দরে ব্যবহারের জন্য গত বছরের ২২ সেপ্টেম্বর চীন থেকে কন্টেইনার স্ক্যানিং মেশিন আনা হয়। মেশিনটি আনার পর বন্দরে স্থাপনের জন্য চুক্তি হয়। মেশিনটি স্থাপনের জন্য দায়িত্ব দেওয়া হয় এম,এস প্যারাডাইস ট্রেডার্সকে। গত বছরের ১১ ডিসেম্বর মোংলা বন্দর কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তিপত্র অনুযায়ী মেশিনটি স্থাপনের কাজ শেষ হওয়ার সময় ছিল চলতি বছরের ১৮ এপ্রিল। কিন্তু এ কাজের জন্য নির্ধারিত স্থানে বৈদ্যুতিক সংযোগ না থাকা ও পানি সরবরাহ না থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান সময় মতো কাজ শুরু করতে পারেনি। এ সবের ব্যবস্থা করে কাজ শুরু করতে তাদের চুক্তির পরেও মাস খানেক কাজ করতে বিলম্ব হয়েছে। আর এ কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারেনি। এ জন্য নিয়মানুসারে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিকট সময় বৃদ্ধির আবেদন করা হয়। আর এ আবেদনের প্রেক্ষিতে ১ মাস সময় দেওয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান বর্ধিত সময়ে কাজটি সম্পন্ন করলেও এখন চলছে ফিনিশিং ও রংয়ের কাজ। আর এই রং ও ফিনিশিং কাজ শেষ হলেই মেশিনটি ব্যবহারের জন্য উদ্বোধন করা সম্ভব হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) প্রকৌশলী আলতাফ হোসেন খাঁন জানান, মোংলা বন্দরে কন্টেইনার স্ক্যানিং মেশিন স্থাপনের মূল কাজ শেষ হয়েছে। এখন সেখানে চলছে শেষ সময়ে রং ও ফিনিশিং এর কাজ। আর এরপরই হবে উদ্বোধন। তিনি আরো জানান, মেশিনটি চালু হলে বন্দরের আমদানী করা বিভিন্ন পণ্য স্পর্শ ছাড়া গুণগত মান অক্ষুন্ন রেখে পরীক্ষা করা সম্ভব হবে। এতে কাষ্টমস ও ব্যবসায়ী উভয়ই লাভবান হবেন।