মঙ্গলবার, ৩০ মে ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » দুর্বল হয়ে ভারতের মণিপুরের পথে ঘূর্ণিঝড় ‘মোরা
দুর্বল হয়ে ভারতের মণিপুরের পথে ঘূর্ণিঝড় ‘মোরা
বাংলার চোখ /পক্ষকাল ডেস্ক
ভারতের মণিপুরের পথে রয়েছে ঘূর্ণিঝড় ‘মোরা’। মোরা’র তাণ্ডবে কক্সবাজারে গাছচাপা পড়ে ও আতঙ্কে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভোলার মনপুরার কলাতলির চরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পানিতে পরে মারা গেছে রাশেদ নামে আরেক শিশু।
কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাসে অনেক গাছপালা উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। ঝড়ে কয়েকশ’ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
তবে প্রচুর বৃষ্টিপাতে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে।
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনসহ আশেপাশের এলাকায় প্রবলবেগে ঝড়-বৃষ্টি হচ্ছে। এখনো কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ১০ নম্বর এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।