বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » সাংবাদিকতার পথিকৃৎ আব্দুল মোতালেব ছিলেনগণমানুষের প্রতিচ্ছবি
সাংবাদিকতার পথিকৃৎ আব্দুল মোতালেব ছিলেনগণমানুষের প্রতিচ্ছবি
মোঃ আব্দুর রহমানঃ
আব্দুল মোতালেব শুধু একটি নাম নয়! তিনি একজন সাংবাদিক, একজন শিক্ষক, একজন
গবেষক, একজন সমাজ সেবক, একজন লেখক, একজন রাজনীতিক, একজন সাহিত্যক এবং
সর্বপরি একজন সম্পাদক। শুধু তাই নয়- একজন সংগঠকও বটে! আমাদের জীবনের
প্রতিটি মুহুর্তে মরহুম আব্দুল মোতালেব অবিনাশী চেতনা থেকে আমরা নতুন প্রেরণা
লাভ করতে পারি। আব্দুল মোতালেব পশ্চিমবঙ্গের বসিরহাট জেলায় ১৯৩৯ সালে তিনি জন্ম
গ্রহণ করেন। তাঁর পিতা’র নাম আব্দুল হামিদ ও মাতা সফুন্নেসা বেগম। ২০০২ সালের
২ জুন ঢাকার সিকদার মেডিকেল হাসপাতালে তিনি হার্ট স্টোকে আক্রান্ত হয়ে
মৃত্যুবরণ করেন।
এ পৃথিবীতে জন্ম গ্রহণ করলে তাকে মৃত্যু বরণ করতে হয়। কিন্তু কিছু কিছু মানুষের
মৃত্যু আমাদের জীবনকে হিমালয়ের পর্বত্যের মতো ভারি করে দেয়। ঠিক তেমনি! তাঁর
মৃত্যু আমাদের কাছে অত্যান্ত কষ্টকর। আমরা বিশ্বাস করতে পারিনা তিনি এ পৃথিবীতে
নেই। শধু তাই নয়! সাতক্ষীরার প্রতিটি মানুষের মাঝে তিনি ছিলেন একজন অনুকরণীয়
মানুষ হিসেবে। তিনি আর কেউ নন, তিনি হলেন- সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক
কাফেলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম আব্দুল মোতালেব। ১৯৬৮ সাল থেকে নিজস্ব
প্রেসের মাধ্যমে প্রকাশিত ‘সাপ্তাহিক কাফেলা’ পত্রিকাটি ১৯৯২সালে সাতক্ষীরার
প্রথম দৈনিক পত্রিকা হিসাবে সমাজের মানুষের দর্পণ হিসাবে রুপান্তরিত হয়। এছাড়াও
তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতি, সাতক্ষীরা প্রেস ক্লাব, স্কাউটস, রেড ক্রিসেন্ট
সোসাইটি, শিল্প কলা একাডেমি, সাংস্কৃতি পরিষদ, অন্ধ কল্যাণ সমিতিসহ বিভিন্ন
সামাজিক, সংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। মরহুম