বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘সব দলের অংশগ্রহণে শংকামুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র’
‘সব দলের অংশগ্রহণে শংকামুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র’
পক্ষকাল ডেস্কঃ
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন শঙ্কামুক্ত ও ভয়হীন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। দেশে বিদ্যমান সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ঢাকাকে সহযোগিতাও করবে দেশটি। সম্ভাব্য ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই। আজ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এসব কথা বলেন।
দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বার্নিকার্ট বলেন, বৈঠকে আগামী নির্বাচন কবে হবে সে বিষয়ে আলোচনা হয়নি তবে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ছাড়া মার্কিন দূতাবাসের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।