বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | বিনোদন | ব্রেকিং নিউজ » প্রধানমন্ত্রীর সামনে কী ভাবে এবং কেমন পোশাকে বসা উচিত, সেটা শেখা উচিত চোপড়ার
প্রধানমন্ত্রীর সামনে কী ভাবে এবং কেমন পোশাকে বসা উচিত, সেটা শেখা উচিত চোপড়ার
বাংলার চোখ ডেস্ক
চোপড়া, প্রিয়ঙ্কা চোপড়া। বন্ড গার্ল তো কতই, খোদ জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে চান প্রাক্তন এই বিশ্বসুন্দরী। তাঁর সেই স্বপ্ন পূরণ হবে কি না জানা নেই, প্রিয়ঙ্কা আপাতত ফেঁসে রইলেন বার্লিন বিতর্কেই।
সামনে প্রধানমন্ত্রী। আর তিনি কিনা বসে রইলেন দিব্যি পায়ের উপর পা তুলে! তা-ও আবার এমন এক পোশাকে, হাঁটুর ঠিক আগেই গিয়ে যা শেষ হয়ে গিয়েছে! ছবিটা গত কালকের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী নিজেই। ব্যস্, তার পর থেকেই শুরু হয়ে যায় হইচই। প্রিয়ঙ্কাকে ‘সহবত’ শেখাতে উঠে পড়ে লাগেন নেটিজেনদের একাংশ। ধারাবাহিক কাজের সুবাদে এই মুহূর্তে দেশি গার্ল-এ বুঁদ হলিউডও। কিন্তু তাঁর এই পোশাক ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাপ খায় না বলেও মন্তব্য করেন অনেকে। কারও আবার পরামর্শ—‘‘আন্তর্জাতিক তারকা আপনি হতেই পারেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর সামনে কী ভাবে এবং কেমন পোশাকে বসা উচিত, সেটা শেখা উচিত আপনার।’’
উৎসঃ আনন্দবাজার পত্রিকা