শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
শুক্রবার, ২ জুন ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মানুষের দুঃসময়ে জনগনের পাশে আওয়ামীলীগঃ ওবায়দুল কাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মানুষের দুঃসময়ে জনগনের পাশে আওয়ামীলীগঃ ওবায়দুল কাদের
২৯৫ বার পঠিত
শুক্রবার, ২ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানুষের দুঃসময়ে জনগনের পাশে আওয়ামীলীগঃ ওবায়দুল কাদের

---
আমান উল্লাহ আমান,পক্ষকাল/বাংলার চোখ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি॥
টেকনাফে মোরায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঘরে বসে থাকার দল নয়, এ দল দুর্যোগ ও দুঃসময়ে জনগনের পাশে দাঁড়ায়। বিএনপি ঢাকায় বসে বড় বড় গলায় কথা বলে রাজনীতি করে, আর মানুষের দুঃসময়ে তাদের দেখা মেলেনা। তারা শুধু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় মোরায় সর্তকার সংকেত জারীর পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে র্সাবক্ষনিক দেশের খবরা খবর রেখেছেন। ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের একাধিক টিম কাজ করছে। এ সব এলাকার ক্ষতিগ্রস্তরা যতদিন প্রয়োজন ততদিন আওয়ামী লীগ তাদের পাশে থাকবেন।
২ জুন শুক্রবার বেলা ১১ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান ও নগদ টাকা প্রদান অনুষ্ঠাণে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী এসব কথা গুলো বলেন।
তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা করে জরুরী ভিত্তিতে তাদের পূর্নবাসনের ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। তাছাড়া শাহপরীর দ্বীপে দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ ও সড়ক জরুরী ভিত্তিতে মেরামত করার ব্যবস্থা করবেন বলে জানায়। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ১ হাজার পরিবারের মাঝে জনপ্রতি ২০ কেজি চাল ও ১ হাজার নগদ টাকা প্রদান করা হয়েছে।
এ টিমে সফর সঙ্গী হিসাবে রয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ডাকসোর সাবেক ভিপি আক্তারুজ্জামান, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুভীর রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ও সেলিম রব্বানী সিনু।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, জেলা পুলিশ সুপার ডঃ এ কে এম ইকবাল হোসেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দীকি, টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মাইন উদ্দিন খান, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রাজা শাহ আলম, মোঃ শফিক মিয়া, জেলা আওয়ামীলীগ সদস্য ও শাহপরীর দ্বীপ ইউনিট সভাপতি আলহাজ্ব সোনা আলী, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নূরুল বশর, সাবরাং ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক নূর হোসেন প্রমুখ।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে স্পীড বোড যোগে একটি টিম সেন্টমাটিন দ্বীপে যান। এ টিম সেন্টমাটিন দ্বীপের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ টাকা বিতরন করা হয় বলে জানা গেছে। এতে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নূর আহাম্মদ, সেন্টমাটিন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)