মঙ্গলবার, ৬ জুন ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » আল-জাজিরা বন্ধ করো, ইউসুফ কারদাভীকে বহিষ্কার করো ঃ কাতারকে সৌদি আরব
আল-জাজিরা বন্ধ করো, ইউসুফ কারদাভীকে বহিষ্কার করো ঃ কাতারকে সৌদি আরব
ডেস্কএদিকে সৌদি আরব ও আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করতে কাতারকে কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে কাতার চালিত আরব দুনিয়াসহ বিশ্বে সুপরিচিত আল-জাজিরা টিভি চ্যানেল বন্ধ করে দিতে হবে।
এর আগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। পরে একই পদক্ষেপ নিয়েছে সৌদি আরবে অবস্থানরত ইয়েমেনের অন্তর্বর্তীকালীন সরকার ও লিবিয়ার একটি সরকার। সৌদি আহ্বানে সাড়া দিয়ে সম্পর্কচ্ছেদ করেছে মালদ্বীপও। তবে এই আহ্বান প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও কাতার প্রভাবশালী আঞ্চলিক সংগঠন গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি)’র সদস্য। জিসিসি’র মধ্যে শুধুমাত্র কুয়েত ও ওমানই কাতারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।
আজ-জাজিরাসহ বেশ কিছু বিদেশী সাংবাদিক টুইটার বার্তায় লিখেছে সৌদি আরব ইতিমধ্যে কাতারকে কয়েকটি শর্ত দিয়েছে। শর্ত গুলোর মধ্যে ১. আল-জাজিরা টিভি চ্যানেল বন্ধ করা ২. কাতারে বসবাসরত প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ আল্লামা ইউসুফ আল-কারদাবী বহিস্কার করা। উল্লেখ্য কারদাবীকে মধ্যপ্রাচ্যের মূলধারার ইসলামি আন্দোলনগুলোর সমর্থক হিসেবে ধরা হয় ৩। আরব আমিরাতের বিরোধী এক নেতার স্ত্রীকে কাতার থেকে বহিস্কার করা ইত্যাদি ।