বুধবার, ৭ জুন ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » আফগানিস্তানে ‘শান্তি সম্মেলন’ শুরু
আফগানিস্তানে ‘শান্তি সম্মেলন’ শুরু
প্রেসিডেন্ট আশরাফ গনি কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে মঙ্গলবার আফগান শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন
ওয়াশিংটন পোস্ট ঃ
প্রেসিডেন্ট আশরাফ গনি কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে মঙ্গলবার আফগান শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। (ছবি: এএফপি)
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, গত সপ্তাহে ভয়ংকর ট্রাক বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৫০ জনেরও বেশি ছিল। এটি ছিল রাজধানীতে বছরের সবচেয়ে মারাত্মক হামলা।
গনি বলেন, তার দেশ তালেবান এবং আইএস এর এক ধরনের অবরোধের মধ্যে রয়েছে। কিন্তু এর পাশাপাশি আফগানিস্তানের সাথে একটি দেশ “অঘোষিত” যুদ্ধ চালাচ্ছে।
কাবুলের ভঙ্গুর নিরাপত্তা পরিবেশে রাষ্ট্রপতি প্রাসাদে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সময় সম্মেলন স্থল থেকে এক মাইলেরও কম দূরে একটি রকেট এসে পড়ে। এটি ন্যাটোর সদর দপ্তর এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে অদূরে এক কূটনীতিকের বাড়ির বাইরে আঘাত হাতে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় হেরাতের এক বিখ্যাত মসজিদের প্রবেশপথে মোটরসাইকেলের সাথে বেধে রাখা একটি বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়। তালিবানরা এসব হামলার দায়িত্ব অস্বীকার করেছে।
আশরাফ গনি তালেবানদের সতর্ক করে দিয়ে বলেন, তার সরকার আলোচনা চায় কিন্তু এ সুযোগ অনির্দিষ্টকালের জন্য দেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমান অনুযায়ী এই তালেবানদের কাছে আফগানিস্তানের সরকার ৪০ শতাংশ ভূখন্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে।
আফগানিস্তানের বিদ্রোহি গ্রুপগুলোর সঙ্গে শান্তি আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে। তালেবানরা মঙ্গলবার বলেছে যে, বিদেশি সেনা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরেই তারা সরাসরি সরকারের সঙ্গে আলোচনা করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আরো ৫ হাজারেরও বেশি সেনা বাড়ানোর অনুরোধ বিবেচনাধীন রয়েছে। দেশটির সাড়ে ৮ হাজারেরও বেশি জনবল এডভাইজরি এবং সাপোর্ট কার্যক্রমে এখন নিয়োজিত রয়েছে।
আইএস এর হুমকি প্রসঙ্গে গনী বলেন, আফগানিস্তানে আইএস এর ১১ হাজার সদস্য রয়েছে। এটি আগের ধারণার চেয়ে বেশি। দেশের গোয়েন্দা সংস্থার পূর্বে আনুমানিক ১২০০ থেকে ১৫০০ জন আইএস সদস্য রয়েছে বলে জানিয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন যে, কাবুলের এই শান্তি সম্মেলন প্রধানত “প্রতীকী”। এই অঞ্চলে ট্রাম্প প্রশাসনের নীতি প্রকাশ করার আগ পর্যন্ত কোন সিদ্ধান্ত সেভাবে নেয়া যাবে না।