সোমবার, ১২ জুন ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » বৃষ্টিতে ভিজেই আগাম টিকিট: বাসে বাড়তি ভাড়া
বৃষ্টিতে ভিজেই আগাম টিকিট: বাসে বাড়তি ভাড়া
পক্ষকাল ডেস্ক ;
ঈদে আগাম টিকিট বিক্রির প্রথম দিনই বাড়তি দামে বিক্রি হয়েছে টিকিট। প্রতিবাদ করে কোনো লাভ হবে না ভেবে যাত্রীরাও মেনে নিয়েছে এই পকেট টাকা। আর বাড়তি ভাড়া আদায় রোধে প্রশাসনের হুঁশিয়ারি থাকলেও এর কোনো বাস্তবায়ন দেখা যায়নি মাঠে।
আগের রাত থেকে টানা বৃষ্টির কারণে আগাম টিকিট বিক্রির প্রথম দিন গাবতলী বা কল্যাণপুরে সকালের দিকে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। কাউন্টারগুলো মোটামুটি ফাঁকাই দেখা গেছে। যারা গেছেন, তাদের সবাই কাঙ্ক্ষিত টিকিট হাতে নিয়ে ফিরেছেন।
তবে দুপুরের পর থেকে ভিড় বাড়তে থাকে কাউন্টারগুলোতে, সেই সঙ্গে বাড়তে থাকে ভোগান্তি। দীর্ঘ সময় পেরিয়ে টিকিট হাতে পেয়ে যেমন স্বস্তি ছিল, তেমনি আবার বাড়তি টাকা খরচ করায় অসন্তোষও ছিল প্রকাশ্যে।
সোমবার সকাল ৬টা থেকে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। ২৩ জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় আগের দিন বৃহস্পতিবারের টিকেটের চাহিদা বেশি বলে বেশি জানিয়েছেন পরিবহন কোম্পানির কর্মীরা।
ঈদে অতিরিক্ত ভাড়া ঠেকাতে সরকারের বিশেষ নজরদারির ঘোষণার মধ্যেই টিকিটের ভাড়া বেশি রাখা হচ্ছে। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা গামী পূর্বাশা পরিবহনের টিকিটের মূল্য ৪৫০ টাকা থেকে ১০০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা করে দেয়া হয়েছে।
সুজন নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান, গোল্ডেন লাইন, সেবা গ্রীণ লাইন, কমর্ফোড, বিকাশ, দিগন্ত পরিবহন ফরিদপুর-টুঙ্গিপাড়া সড়কের ভালো বাস। সেবার মান ও খুব ভালো। তবে অন্য সময় ৪৫০ টাকা টিকিট বিক্রি হলেও হঠাৎ তা বেড়ে হয়েছে ৫৫০ টাকা। কেন বেড়েছে এমন জানতে তিনি বলেন, ‘কী কারণে বেড়েছে জানা নেই। তবে প্রতিবছর ঈদের ১০ দিন আগে টিকিটের দাম বেড়ে যায়। এবারও আলাদা কিছু না।’
সাইফুল ইসলাম পলাশ নামে এক যাত্রী বলেন, বৃষ্টি মাথায় অনেকে আসলেও বাস কাউন্টার কারসাজি করে রেখে দেয়। শেষ সময় বেশি দামে তা বিক্রি করে। কারণ শেষ সময়ে বেশি দামে হলেও নিতে বাধ্য হতে হয়।
দক্ষিণবঙ্গ গামী হানিফ এন্টার প্রাইজের কাউন্টার মাস্টার জুয়েল ঢাকাটাইমসকে জানান, ‘যশোর-খুলনা, বেনাপোল, সাতক্ষীরাগামী বাসের টিকিটের দাম এখন ৫৫০ টাকা। তবে ২০ তারিখের পর থেকে বেড়ে হবে ৬৫০ টাকা।’
দক্ষিণবঙ্গগামী সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার আবির জানান, যশোর খুলনাগামী এবার নন-এসি টিকিটের দাম ২০ তারিখ থেকে বাড়ানো হয়েছে। অন্য সময় ৫৫০ টাকা বিক্রি হলেও তা বেড়ে হবে ৬১৫ টাকা। তবে এসি স্ক্যানিয়া বাসের টিকিটের দাম বাড়ানো হয়নি। আগের ১৩০০ টাকাতেই বিক্রি হচ্ছে।
উওর-পশ্চিমাঞল গামী শীতাতপ নিয়ন্ত্রিত এবং সাধারণ বেশ কিছু চেয়ার কোচ চলাচল করে। এর মধ্যে রয়েছে হানিফ, শ্যামলী, ডিবজল পরিবহন, নাবিল, এসআর।
পশ্চিমাঞলগামী এসবি পরিবহনের এসি টিকিট বিক্রি ৬০০ থেকে ১০০০ টাকায়। তবে ২০ তারিখ থেকে ৯০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হবে প্রতি টিকিট।
টিকিটের দাম বাড়ার কারণ জানতে চাইলে পরিবহন কোম্পানির লোকজন দাবি করেন, টিকিটের দাম বাড়েনি। আসলে যাত্রীরা ভুল জানেন। তাদের দাবি, বছর জুড়ে তারা কম ভাড়া নিয়ে থাকেন। কিন্তু ঈদ আসলে সরকার নির্ধারিত ভাড়া নেই।