বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » » তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
পক্ষকাল প্রতিবেদক
ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।
১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনূস খানের আদালত।
রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ এনে এ মামলাটি দায়ের করেন ঢাকা বারের আইনজীবী মোস্তাফিজুর রহমান দুলাল।
শুনানি শেষে মানহানির অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হওয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগটি আমলে নেননি আদালত।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট শাহজাহান রুহুল ও মাজেদা আক্তার সুহি।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্য অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘শখের বন্দি’ অভিহিত করেন তারেক রহমান।
এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও তার পরিবারের কোনো ভূমিকা নেই। এর প্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
এদিকে একই অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির অভিযোগে আরও একটি মামলা করেছেন হকার্স লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
বৃহস্পতিবার দুপুরে ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালতে মামলাটি করেন আব্দুল মান্নান।
এ মামলায় তারেক রহমান ছাড়াও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাজেদুর রহমানকে আসামি করা হয়েছে।
এছাড়াও তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রাম, নাটোর ও কুমিল্লায় আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে।