মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » তৃণমূলের নেতা কর্মীদের আন্দোলনেই নেত্রী কারামুক্ত হয়েছেন ;তুহিন
তৃণমূলের নেতা কর্মীদের আন্দোলনেই নেত্রী কারামুক্ত হয়েছেন ;তুহিন
কাজল ; সাবিনা আখতার তুহিন ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন নানা ঘাত প্রতিঘাত সংগ্রাম আন্দোলন আর সাংগঠনিক কাজের মধ্যে দিয়ে। বলার অপেক্ষা রাখে না তুহিন কেমন আন্দোলনকারী কেমন সাহসী ।
আর দশ জন সাংবাদিকের মত আমি তুহিন কে চিনি না ।আমি চিনি ভিন্ন দৃষ্টিতে । একজন সাধারন আলোকচিত্র সাংবাদিক হিসাবে আমি তুহিনদের কোন দিন দেখিনি । আমি খুব কাছে থেকে ভিন্ন ভাবে দেখেছি । তুহিন রা রাজপথে আন্দোলন করেছে কাজলরা সেই আন্দলনের সংবাদ সংবাদ সারাদেশে সংবাদপত্রে ছাপিয়ে ছড়িয়ে দিয়েছে।
তখন এত টেলিভিশন ছিল না ছিল সংবাদপত্রের আধিপত্য সে সুবাদে কদর ছিল আমাদের অনেকের ।রহমত আর জামালের মাধ্যমেআমার সেল ফোননং চলে যাইতুহিন গ্রুপের হাতে ।
তারপর সব যোগাযোগ তুহিন আর নিলুর হাতে চলে যাই ।বাকি দের চিনতাম কথা হতো নাশুধু কোথায় কখন কি করবে এই মেসেজ আদান প্রদান ।আমরা কয়েকজন বাদে এক পর্যায়ে কেওআর জানতে পারতনা সব আন্দোলনের কথা ।
তুহিন গ্রুপআমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল শুধু মাত্র আন্দোলনকারী হিসাবেই।
মাঠ থেকে রাজপথ থেকে তুহিন আজ সংসদে ।
যুব মহিলা লীগের এমপি সাবিনা আখতার তুহিনের আবেগময় ভাষণে রবিবার জাতীয় সংসদে পিন পতন নিস্তব্ধতা বিরাজ করে।
প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে সেইদিনের নানা চিত্র তুলে ধরেন।
বিশেষ করে বিএনপি জামাত জোট সরকারের দলের নারী কর্মীদের প্রতি অত্যাচার নির্যাতনের দুঃসহ চিত্র তুলে ধরেন।তূলেধরেছেন ১/১১ সেনা সমর্থিত সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে যেদিন নেত্রিকে গ্রেপ্তার করা হয় সেইদিন কার চিত্র।
তারপর নানা ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে নেত্রির মুক্তির জন্য তার সহকর্মীদের নিয়ে মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য প্রানবন্দ প্রচেস্টা র কথা। মা হবার তিন সপ্তাহের মাথায় নিজের জেলে যাবার কথা তুলে ধরে সাবিনা বলেন, বাচ্চাকে বুকের দুধ পর্যন্ত খাওয়াতে পারিনি অথচ আজ বিএনপি নেত্রীরা সেজে গুজে টকশোতে গিয়ে বড় বড় কথা বলেন।
নেত্রীকে বাংলার অহংকার উল্লেখ করে যুব মহিলা লীগ নেত্রী সাবিনা আখতার বলেন, তৃণমূলের নেতা কর্মীদের আন্দোলনেই নেত্রী কারামুক্ত হয়েছেন।
তিনি বলেন, নেত্রীর বিরুদ্ধে, দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে। সাবিনা বলেন, জীবন দিয়ে হলেও নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখবো। দেশকে বাঁচাবো।