পার্বতীপুরে গ্রামীণফোনের নৈশ্যপ্রহরী খুন
দিনাজপুর প্রতিনিধি ॥ পার্বতীপুরে প্রামীণফোন ওয়ার হাউসের নৈশ্যপ্রহরী আনাছার রহমানকে (৪০) খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রামীণফোন ওয়ার হাউসের অপর দুই প্রহরীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রামীণফোনের ওয়ার হাউসের প্রহরী আনাছার রহমানকে কোম্পানির ইউনিফরম ও পায়ে বুট জুতা পরা অবস্থায় উদ্ধার করলেও ইউনিফরমে অপর প্রহরী মাহবুবার রহমানের ইউনিফরম পরা ছিল। আটক প্রহরী মাহবুবার রহমান জানায়, শুক্রবার রাত ১০টার সময় ডিউটি শেষ করে নিহত আনাছারকে চার্জ বুঝিয়ে দিয়ে চলে যান। শনিবার সকালে চার্জ নিতে এসে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পাওয়ায় ওই এলাকায় জনগণের সমাগম হয়। পরে পুলিশকে খবর দিলে গ্রামীনফোনের ওয়ার হাউসের ভেতরে কলাপসিবল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ওয়ার হাউসের উপরে ওঠার সিঁড়ির নিচে ফাঁকা জায়গায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের সৈয়দপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহমদুল আলম ও পার্বতীপুর পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে।