পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় খালেদার শোক
পক্ষকাল সংবাদঃ
নিন্মচাপের প্রভাবে টানা বর্ষণের পর পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে সেনা কর্মকর্তা, সেনা সদস্য ও কিছু সংখ্যক মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বিকেলে এক শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর প্রাক্কালে প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মানুষের মৃত্যুতে তাদের পরিবারে এক গভীর বেদনাঘন পরিবেশ সৃষ্টি করেছে। শোকাচ্ছন্ন সকল সদস্যের সাথে আমিও সমব্যাথি। নিহত পরিবারের সকলে যাতে অসীম ধৈর্যসহকারে এই শোক কাটিয়ে উঠতে পারে আমি মহান আল্লাহর কাছে সেই মোনাজাতই করছি।’
নিহতদের রুহের মাগফেরাত কামনা করে খালেদা জিয়া বলেন, ‘শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে পাহাড় ধ্বসে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে হতাহতের ঘটনায় আমিও গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’