শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
প্রথম পাতা » বিনোদন » বাজেয়াপ্ত হল আলোচিত মডেল জাকিয়া মুনের গাড়ি
প্রথম পাতা » বিনোদন » বাজেয়াপ্ত হল আলোচিত মডেল জাকিয়া মুনের গাড়ি
২৮৮ বার পঠিত
মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজেয়াপ্ত হল আলোচিত মডেল জাকিয়া মুনের গাড়ি

---
পক্ষকাল ডেস্কঃআলোচিত মডেল জাকিয়া মুনের জব্দ করা বিলাসবহুল পোরশে গাড়ি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার মহাপরিচালক ড. মইনুল খান পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

শুল্ক ফাঁকির অভিযোগে গত বছরের ৬ জুন গুলশান-১ এর রোড ৩৩, বাড়ি-১০ এর পার্কিং থেকে গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দারা। আটককালে গাড়িটি ব্রিটিশ নম্বরযুক্ত (AS05AUM) ছিল। ব্রিটেন থেকে কারনেট সুবিধায় এনে শর্ত অনুযায়ী পোরশে গাড়িটি আবার বিদেশে না নিয়ে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। এতে প্রায় ২.২৭ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। গাড়ির মূল্য প্রায় ৩ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা সূত্র আরো জানায়, গাড়িটির ব্যবহারকারী ছিলেন মডেল জাকিয়া মুন। এ অপরাধে তার দুজন সহযোগীকেও অভিযুক্ত করা হয়। তারা হলেন মডেল মুনের কথিত স্বামী গার্মেন্টস ব্যবসায়ী শফিউল আলম মহসীন ও গাড়ির আমদানিকারক ব্রিটিশ নাগরিক আফজাল আলী।

শুল্ক গোয়েন্দারা অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ তৈরি করে বিচারের জন্য কাস্টমস হাউসের কমিশনারের কাছে পাঠায়। কমিশনার শুল্ক আইনে প্রদত্ত তার বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার রায় দেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)