মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » মিয়ানমারের জেল থেকে ফিরল কুয়াকাটার ৯ জেলে এক জেলের মৃত্যু
মিয়ানমারের জেল থেকে ফিরল কুয়াকাটার ৯ জেলে এক জেলের মৃত্যু
দিবাকর সরকার,কলাপাড়া-পটুয়াখালী প্রতিনিধি ॥ কুয়াকাটা থেকে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিণ বিকল হয়ে নিখোঁজ জেলেরা ৫মাস পর বাড়ি ফিরেছে। সাগরে এক মাসের বেশি সময় ভেসে থাকার পর মিয়ানমারে আটক হয় এসব জেলেরা। ট্রলারে থাকা ১০ জেলের একজন কাওছার মুসুল্লী (১৮) সাগরে ভেসে থাকার সময় অনাহারে মারা যায়। মিয়ানমারে দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে বাকী ৯ জেলেকে। মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোমবার রাত ৯টা ৩৯মি. শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় তারা। মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টায় এসব জেলেদের কুয়াকাটার আলীপুরে নিয়ে এলে তাদের একনজর দেখতে শত শত মানুষ ভিড় জমায়।
লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, মিয়ানমারে আটক হওয়া জেলেদের পক্ষে আইনী প্রক্রিয়ায় সহায়তাকারী মিয়ানমারের রাখাইন প্রদেশের হেড অব বাংলাদেশ কনস্যুলেট (অকিয়াব) শাহ আলম খোকনের আবেদনের প্রেক্ষিতে এদেরকে সাধারণ ক্ষমা করে মিয়ানমার সরকার। এরপর ওইসব পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের জন্য বিমান ভাড়া বাবদ ১৫ হাজার ৫শ’ টাকা করে জমা দিতে হয়। এর মধ্য দিয়ে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য ১৬ জানুয়ারি এফবি ফয়সাল নামের একটি মাছধরা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে কুয়াকাটার ১০ জেলে নিখোঁজ হয়। ট্রলারটির ইঞ্জিণ বিকল হয়ে সাগর থেকে ভেসে থাকার একমাস পর পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কোস্টগার্ডের হাতে জেলেদেরসহ আটক হয়। এদের মধ্যে অনাহারে ও খাবার পানির অভাবে কাওছার মুসুল্লী (১৮) নামে এক জেলে মারা যায়। মিয়ানমারে প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে বাংলাদেশে স্বজনদের কাছে এ খবর আসে।
২৮ জানুয়ারি ইঞ্জিণ বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে এবং ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারের কোস্টগার্ড এদেরকে আটক করে হেফাজতে নেয়। ফিরে আসা জেলোরা হচ্ছেন, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মাইটভাঙ্গা গ্রামের ট্রলার মাঝি আলী হোসেন গাজী (৩৫), জেলে কবির হাওলাদার (৩২), সোবাহান ঘরামী (৪৫), আলমগীর মাতুব্বর (৩৫), নজরুল গাজী (৩২), হাচান হাওলাদার (১৭) এবং মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের রুবেল (২৫), জাহিদুল (১৮) ও শামীম (১৬)।
এদিকে এসব জেলেদের আটকের সময় মারা যাওয়া জেলে কাওছার মুসুল্লীর লাশ মিয়ানমার পুলিশ উদ্ধার করে সেখানেই দাফন করেছে বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন।