বুধবার, ২১ জুন ২০১৭
প্রথম পাতা » ই-পেপার | বিনোদন | ব্রেকিং নিউজ » ঈদে জি-সিরিজের দেড়শতাধিক অ্যালবামের জমকালো প্রকাশনা উৎসব
ঈদে জি-সিরিজের দেড়শতাধিক অ্যালবামের জমকালো প্রকাশনা উৎসব
পক্ষকাল সংবাদঃ
প্রতি ঈদে ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় প্রকাশনায় শ্রোতা-দর্শকের মন রাঙিয়ে তোলে দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অগ্নিবীণা। এই ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিবারের মতো এবারও ঈদকে রাঙিয়ে তুলতে নবীন-প্রবীণ শিল্পীদের নিয়ে ঈদ আয়োজন করছে জি-সিরিজ ও অগ্নিবীণা।
তবে এবার রেকর্ডসংখ্যক অ্যালবাম নিয়ে ঈদে হাজির হতে যাচ্ছে সঙ্গীত অঙ্গনের জনপ্রিয় এই দুই প্রকাশনা প্রতিষ্ঠান। প্রকাশনার তালিকায় রয়েছে দেড়শতাধিক নতুন অ্যালবাম। একক, মিশ্র ও ব্যান্ড অ্যালবাম দিয়ে সাজানো হয়েছে বর্ণাঢ্য এই ঈদ আয়োজন। সিডি আকারে অ্যালবাম প্রকাশনার পাশাপাশি রয়েছে ডিজিটাল প্রকাশনাও। অর্ধশতাধিক নাটক, টেলিফিল্ম ও বাংলা ছায়াছবি থাকছে জি-সিরিজ-অগ্নিবীণার প্রকাশনার তালিকায়। ইতোমধ্যে স্বনামধন্য এ প্রযোজনা প্রতিষ্ঠান ঈদের কয়েকটি অ্যালবাম বাজারে ছেড়েছে।
তারই ধারাবাহিকতায় আজ ২০ জুন মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডের ‘ক্যাফে থার্টি থ্রি’ রেস্টুরেন্টে এবারের ঈদ অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অ্যালবাম তথা প্রকাশনা সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীরা।
বর্ণিল আয়োজনে সাজানো হয় জমকালো এ প্রকাশনা উৎসব। শুরুতেই দেখা যায় সঙ্গীত অঙ্গনের নবীন-প্রবীণ তারকাদের প্রাণবন্ত আড্ডা। এমনই হৃদয় মাতানো আনন্দ আড্ডায় অবশেষে শুরু হয় মূল পর্বের আনুষ্ঠানিকতা। প্রথমেই মঞ্চ থেকে সঙ্গীতশিল্পী ও সম্ভাবনাময়ী উপস্থাপক মিতু কর্মকার একে একে উপস্থিত সঙ্গীত ব্যক্তিত্বদের মঞ্চে ডাকেন শুভেচ্ছা জানাতে।
এ সময় জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘নববর্ষ, ঈদসহ বিভিন্ন বিশেষ দিনে আমরা সব সময়ই চেষ্টা করি নতুন গান উপহার দিতে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও আমরা দেড়শতাধিক অ্যালবাম শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি। আশাকরি, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ তথা বাঙালির চেতনার এই উৎসবের সাথে আমাদের এই প্রয়াস বাড়তি আনন্দ জোগাবে।’
তিনি বলেন, ‘একটি গান ও অ্যালবামে কণ্ঠশিল্পী ছাড়াও নেপথ্যে কিছু মানুষ অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। শ্রোতারা হয়তো আনেক সময় তাদের সম্পর্কে জানতে পারেন না। আমি শিল্পীদের সাথে সাথে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সাথে উপস্থিত সকল সাংবাদিকদের জি সিরিজ-অগ্নিবীণার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ জানাই।’
সঙ্গীতশিল্পী হাসান চেীধুরী বলেন, ‘আমরা চাই আমাদের গান বিশ্বময় ছড়িয়ে দিতে। সেই যাত্রার অন্যতম পথিকৃৎ জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ। তিনি নতুনদের যেভাবে সুযোগ করে দিচ্ছেন এটি আসলেই বিরল একটি দৃষ্টান্ত। তার এই যাত্রা আমাদের সঙ্গীতকে আরো সমৃদ্ধ করবে বলে আমার বিশ্বাস।’
অনুষ্ঠানে কাজী রেজাউল করিম শিল্পী বলেন, ‘এ আয়োজনে সঙ্গীতের এত মানুষের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। দীর্ঘ ৩৪ বছর ধরে জি-সিরিজের হাত ধরে বহু তারকা শিল্পীর সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত প্রতিভাবান শিল্পীদের তুলে ধরার যে প্রয়াস রেখে চলেছে তা সত্যি প্রশংসনীয়। শিল্প, সঙ্গীত ও শিল্পীদের জন্য জি-সিরিজের এই পৃষ্ঠপোষকতা এবং দেশজ সংস্কৃতির প্রতি এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।’
সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক ফয়সাল আহমেদ বলেন, ‘নতুন অ্যালবামের প্রকাশনাকে ঘিরে আজকের এই আয়োজনে এত তারকার সমাহার দেখে আমি সত্যি অভিভূত। আরেকটি বিষয় হচ্ছে আগামীকাল ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস। তার আগের দিন দেড়শতাধিক অ্যালবামের প্রকাশনা একজন সঙ্গীতের মানুষ হিসেবে আমার জন্য অত্যন্ত আনন্দের।’
জি-সিরিজের সিইও খাদেমুল জাহান বলেন, ‘জি সিরিজ-অগ্নিবীণার ডাকে আজকের এই তারার মেলায় উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সাথে সাথে বলব, জি-সিরিজ আজকের এই জায়গায় আসার পেছনে অনেক গুণী মানুষের পরামর্শ ও আন্তরিক সহায়তা রয়েছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক ভূঁইয়া। তিনি সম্প্রতি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।’ পরে খাদেমুল জাহানের আহ্বানে প্রয়াত জহিরুল হক ভূঁইয়ার প্রতি সম্মান জানিয়ে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও জি টেকনোলজিস-এর সিওও রাশেদ উদ্দিন তপু বলেন, আপনারা সবাই জানেন জি-সিরিজ সবসময় শ্রোতাদের সামনে ব্যতিক্রমী ও মানসম্মত আয়োজন নিয়ে হাজির হয়। এবারের ঈদেও তাই ঘটছে। এ যাত্রায় আমাদের যাত্রী ব্যন্ডের নতুন অ্যালবাম ‘যাত্রী’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছি। অনেকদিন পর নতুন অ্যালবাম নিয়ে কাজ করলাম। আশা করি, সবার ভালো লাগবে। সবাই আমাদের গান শুনবেন, জি-সিরিজের সঙ্গে থাকবেন।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- একসময়কার নন্দিত সঙ্গীতশিল্পী আশরাফ উদাস, জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, ‘নিউজজি টুয়েন্টিফোর ডটকম’-এর উপদেষ্টা ইমতিয়াজ আলম বেগ, সঙ্গীতশিল্পী এফ এ সুমন, শান, ইসমত আরা ইভা, অভি, শেখ মহসিন, বাপ্পি এবং ব্যান্ড ব্ল্যাক, যাত্রী, ব্রীচ, কার্নিভাল ও দ্য ম্যানেজার-এর সদস্যসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।
ঈদপ্রয়াসে সিডি আকারে প্রকাশিত হতে যাওয়া অ্যালবামগুলোর মধ্যে যাত্রী ব্যান্ডের ‘যাত্রী’, সুবীর নন্দী ও ছন্দা চক্রবর্তীর ‘মোরা ছিনু একেলা’ এবং এফ এ সুমনের ‘ইতি তোমার প্রিয়’, অরণ্য ব্যান্ডের ‘জনস্রোত’, তাসলিমা সুলতানা পলির ‘ছুঁয়ে দিলি মেঘ’, শায়লা সাবরিন পলির ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’, কাজী শুভ, অয়ন চাকলাদার এবং অরিনের ‘ভালোবাসার গান’, রাজন সাহার কম্পোজিশনে নিশিতা, মুহিন সাব্বির এবং সাকির কণ্ঠে নতুন অ্যালবাম ‘বাদলের ঋণ’, মিক্সড অ্যালবাম ‘তুমি আছো বলে’, এম আই মিঠুর ‘স্বপ্নের সাইকেল’, সাদমান পাপ্পুর ‘কাজলা দিঘি’, মঞ্জুরুল ইসলামের ‘হারানো মেঘের সাথে’ অন্যতম।
যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটালি ইউটিউবে প্রকাশিত হতে যাচ্ছে মাসুদ রানার ‘রাতের বুকে চাঁদ’, মাহবুব মিনেলের ‘একই বৃন্তে’, নাজকের ‘ঢেউ লাগে অন্তরে’, শামীম আশিকের ‘গানওয়ালা’, রেমোর কম্পোজিশনে ত্রিমনার ‘ত্রিমনা’, লুৎফর হাসানের ‘একলা লাগে খুব’, বীথি পান্ডের ‘যখন এসেছিলে’, শিহাব সুমন, ন্যান্সি, রিমন জুয়েল ও নেয়ামতের ‘ইশারায় দিয়েছি বলে’, রনি, সুইটি, বিন্দিয়া ও মৌসুমীর ‘পালকি’, সজিব হাসান, মিজানুর রহমান এস রুহুলের রাতজাগা চাঁদ’, স্বপন মাহমুদের ‘গুরু’, স্কেয়ারক্রো ব্যান্ডের ‘বর্তমানতা’, তারেকের ‘আঁধার ঘরে’, উজ্জ্বল দেওয়ানের ‘দেওয়ান সঙ্গীত ১’ ও ‘দেওয়ান সঙ্গীত ২’, রোদ ব্যান্ডের ‘রোদ’, মিক্সড অ্যালবাম ‘পিঞ্জিরা’,
চামেলী সিনহার ‘এক ফালি চাঁদ’, এন্ড্রু কিশোর, তাজুল ইসলাম, রন্টি দাস এবং ফারহার ‘ফেসবুক’, গুণী ভাইজানের ‘কষ্টের ফেরিওয়ালা’, তৌফিক ইমামের ‘মনের কিছু কথা’, নাফিস ইকবালের কম্পোজিশনে মিক্সড অ্যালবাম ‘ন যাইও’, মিক্সড অ্যালবাম ‘এক বিন্দু’, শচি শামস-এর কম্পোজিশনে হোসাইন রনির গাওয়া অ্যালবাম ‘দুটি অন্তর’, নমনের কম্পোজিশনে সুসানের গাওয়া অ্যালবাম ‘আঁধার পেরিয়ে’, টফি রেনারের কম্পোজিশনে বিভিন্ন শিল্পীর গাওয়া অ্যালবাম ‘নীল প্রহর’, সাজুর ‘কিশোরী ও কিশোরী’, তৌসিফের ‘অবশেষে’, ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘তুচ্ছতা’, মিক্সড অ্যালবাম ‘আত্মকথন’, শেখ মহসিনের ‘জলের আয়না’, শান-এর কম্পোজিশনে বিভিন্ন শিল্পীর গাওয়া অ্যালবাম ‘তুমি এলে’ এবং মিক্সড অ্যালবাম ‘প্রণয়’ উল্লেখযোগ্য।
সিঙ্গেলসগুলোর মধ্যে- তন্ময় তানসেনের ‘আজ কথা ছিল’, আসিফ আলতাফের ‘প্রেমিকা নাকি বন্ধু’, ফারাবি এবং এম আর হেলালের ‘একটু সময়’, জিমি শাহ-এর ‘মাধুরীর নাচ’, আল মামুনের ‘ও প্রিয়া কিছু বল’, তানভির তমালের ‘মা তুমি’, শুভ এবং জেরিন তুবার ‘তোর জন্যে মন’, অনন্যা রুমা এবং রেক্স ডিসুজার ‘এই যে শোন শোন’, শতাব্দী ভব’র ‘সানজানা’, এ আর হাসানের ‘লুকোচুরি গল্প’, জি এম রনির ‘রোজা’, মেহদীর কম্পোজিশনে মিজানের ‘তুমি রৌদ্দুর’, রফিক সাদীর ক্লান্ত পথিক’, আরিফ মাহমুদের ‘মায়াবী রাতে’, ও ‘তুমি নেই’, টি এম রাসেলের ‘ভালোবেসে কী পেলাম’, এফ এ সুমনের ‘উজানে তীর খুঁজি’, এম আই মিঠুর ‘বন্ধু সাড়া দাও’, মাহবুব মিনেলের ‘উপরের ঠিকানাতেই আছি’, রেদোয়ানের ‘রেদোয়ান মিক্স ২’ এবং ‘আমার মনের আঙ্গিনায়’, লুৎফর হাসানের ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ এবং রানা স্বাধীনচেতার ‘মানচিত্র’ গানের মিউজিক ভিডিও উল্লেখযোগ্য।