মু্ন্সীগঞ্জের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
পক্ষকাল প্রতিবেদক হাসানুল কবিরঃ আজ রোববার। হিজরী সনের ১২ রবিউল আউয়ালের এ দিনেই জন্ম নিয়েছিলেন মানব জাতির শিরোমণি বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.)। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে মুসলিম উম্মাহর পবিত্রতম এ দিনটি উদযাপিত হবে। এই উপলক্ষ্য আজ সকাল থেকে মু্ন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের হয় ।
আজ থেকে প্রায় সাড়ে ১৪শ’ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দের এ দিনে সুবহে সাদেকের সময় আরবের মরু প্রান্তরে মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমেনার কোল আলো করে তিনি আসেন এই পৃথিবীতে।ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) নবুয়তের সিলসিলায় শেষ নবী। তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন।