বেনাপোলে ধর্মঘট প্রত্যাহার
আমিনুর রহমান তুহিন,শার্শা বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে শ্রমিক নেতাদের সঙ্গে অভিযুক্তদের সমঝতামূলক আলোচনায় অনিদিষ্টকালের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে।
শনিবার (০৮ জুলাই) দুপুর ১২টায় ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন গ্রিন লাইন পরিবহনের ম্যানেজার নবীন্দ্রনাথ রবিন।
এদিকে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় বেনাপোল-বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। আটকে পড়া যাত্রীরা ও গন্তব্যে ফেরার প্রস্তুতি নিচ্ছে।
জানা যায়, এর আগে গত ০৭ জুলাই বেনাপোল বন্দরে অবস্থিত গ্রিনলাইন পরিবহনের অফিস ভাংচুর ও তাদের কর্মীদের মারপিটে অভিযুক্ত পৌর মেয়রের সমর্থকদের আটকের দাবিতে (০৮ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিলো। এতে অচলাবস্থার মুখে পড়ে বাণিজ্যিক কার্যক্রম ও যাত্রীদের দুর্ভোগ।