বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » » ভারত আজপাবে তাদের নতুন প্রেসিডেন্ট
ভারত আজপাবে তাদের নতুন প্রেসিডেন্ট
পক্ষকাল ডেস্ক: ভারতে ১৪ তম রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ হবে আজ বৃহস্পতিবার। স্থানীয় সময় সকাল এগারোটায় শুরু হবে ভোট গণনা। বিকেল ৫টার মধ্যে জানা যাবে কে হচ্ছেন ভারতের নতুন রাষ্ট্রপতি।
প্রণব মূখার্জির উত্তরসূরি নির্বাচনে গত সোমবার পার্লামেন্টে ভোট দেন মোট ৪ হাজার ৮৯৬ জন। এদের মধ্যে পার্লামেন্টের উভয়কক্ষের ৭৭৬ জন সদস্য এবং কেন্দ্র ও রাজ্যশাসিত ৪ হাজার ১২০ বিধায়ক রয়েছেন।
ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সমর্থিত দলিত সম্প্রদায়ের প্রতিনিধি রামনাথ কোবিন্দ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সমর্থিত লোকসভার সাবেক স্পিকার মিরা কুমারের মধ্যে ভোটযুদ্ধ হয়। ৯৯ শতাংশ রেকর্ড পরিমাণ ভোট পড়েছে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে।
ভোট পরবর্তী জরিপে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ অন্তত ৭০ শতাংশ ভোটে জয়ী হবেন বলে আভাস পাওযা যায়। দিল্লির রাইসিনা হিলসের বাসিন্দা হতে ২৬ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।