শনিবার, ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘সৎ একজনই, তিনি শেখ হাসিনা। বাকীরা কী তা সবাই জানে
‘সৎ একজনই, তিনি শেখ হাসিনা। বাকীরা কী তা সবাই জানে
সৎ একজনই, শেখ হাসিনা, বাকীরা…’
পক্ষকাল সংবাদ ।দুপুর ১ টা মিনিটের দিকে প্রেস ক্লাব থেকে বের হয়ে ঢা বি র দিকে মোটর বাইক করে আসছি ।ট্রাফিক সিগন্যাল এ আটকিয়ে ।পাশে দাঁড়ান ৬০ বছরের এক রিকশাচালক চাচা। একা একা কথা বলছেন ।ঠিকঠাক নির্বাচন হলে সরকার ৩০ সিট নিয়ে আসতে পারবে না । যাত্রি ছিলেন একজন মহিলা আমি মুখের দিকে তাকাতেই মুচকি হাসি হাসতে সিগন্যাল ক্রস করে চলে গেল ।আর কিছু জানা হোল না ।মেসেজ সরকারি দলের জন্য পরের টুকু পড়ুন ।
অধ্যাপক আবুল বরকত। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। ‘মৌলবাদের অর্থনীতি’ নিয়ে গবেষণার জন্য আলোচিত। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ‘ভিশন ২০২১’ সে সময় তরুণদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাঁকে জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয়।
এই সময় অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এখন গণজাগরণ মঞ্চের সঙ্গেই তাঁর সম্পৃক্ততা বেশি। সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন ‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৫০টি বেশি আসন পাবে না। আওয়ামী লীগের একজন মন্ত্রীও জিতবে না।’ তাঁর এই কথা নিয়ে বেশ শোরগোল। এই প্রেক্ষাপটে বাংলা ইনসাইডারের সঙ্গে তাঁর কথা হয়। জানালেন, ‘যা বলেছি, তা সত্য।’
আবুল বরকত বললেন ‘সৎ একজনই, তিনি শেখ হাসিনা। বাকীরা কী তা সবাই জানে। কিন্তু শেখ হাসিনা একা কী করবেন?’ অধ্যাপক বরকত মনে করেন ‘মেগা প্রজেক্টের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। মেগা প্রজেক্ট আওয়ামী লীগকে ভোটে জেতাবে এমন ভাবার কোনো কারণ নেই।’ এই অর্থনীতিবীদ মনে করেন ‘মানুষের চাহিদা খুবই সামান্য। মানুষ চাল, আটা, ডাল সহ ১০টা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তাঁর নাগালের মধ্যে চায়। রাতে নিবিঘ্নে ঘুমাতে চায়। সে তাঁর সম্পত্তির সুরক্ষা চায়। যেন দুবৃত্তরা এগুলো দখল না করে নিয়ে যায়। আর চায় একটু ন্যায় বিচার।’ তিনি প্রশ্ন করেন ‘মানুষের এই সামান্য চাওয়াটাই আমরা পূরণ করতে পারি না, এর চেয়ে ব্যর্থতা আর কী হতে পারে?
এখন কি আওয়ামী লীগের কোনো সম্ভবনা নেই, এমন প্রশ্নের উত্তরে আবুল বরকত বলেন ‘অবশ্যই আছে। প্রত্যেক এলকায় অন্তত একজন ভালো প্রার্থী আছে। ওই প্রার্থীকে মনোনয়ন দিলে আওয়ামী লীগ ভালো করবে। কিন্তু ওই সব আসনে মনোনয়ন বাণিজ্য হলে, আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচন কঠিন হয়ে যাবে।’
তিনি বলেন ‘এরকম ১০০ আসন আছে যেখানে আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের ব্যবধান দুই হাজার থেকে ২০ হাজার। এই আসনগুলোর দিকেই আওয়ামী লীগকে মনোযোগ দিতে হবে।’ আবুল বরকত মনে করেন ‘শেখ হাসিনার ওপর নির্ভর করছে, আগামী নির্বাচন আওয়ামী লীগ কী করবে। তিনি যদি শক্ত হাতে মনোনয়ন ঠিক করেন তাহলে নির্বাচনের ফলাফল ভালো হবে। এখনো মানুষের আস্থা তাঁর ওপর।’