দেশীয় আটপৌরে মূল্যবোধ সর্বাঙ্গে লেপটে
ফেসবুক থেকে রেজাউল করিম মারুফ ঃএকটি চমৎকার দেশীয় আটপৌরে মূল্যবোধ সর্বাঙ্গে লেপটে দেবার মত আদর্শিক সুচিন্তিত লেখা। আজকের ঘুনে ধরা এই সমাজ ব্যবস্থায় মূলত এর মাথায় পচন ধরেছে। এখানে প্রধানত সমাজের উচ্চ শিক্ষিত বুদ্ধিজীবীসহ মেধাবীরা প্রতিবাদহীন হয়ে পড়েছে প্রাচুর্য্য লাভের লোভ আর লালসার কাছে। রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে দুর্নীতি অার অনিয়মের মহোৎসব চলছে। রাজনীতিবিদরা অর্থ-বিত্ত, ক্ষমতা আর প্রভাব-প্রতিপত্তির পিছনে ছুটতে যেয়ে প্রচন্ড দুর্বিনীত নীতিহীন দুর্বৃত্তে পরিণত হয়ে পড়েছেন। যে কারণে সমাজে এত অস্থিরতা আর সর্বত্র বিশৃঙ্খলা। শিক্ষা ব্যবস্থায় পচন ধরেছে। মিডিয়ার কল্যাণে জানা গেল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি তার পদ দখলে রাখবার জন্য এই কয় বছরে সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে মেধাহীনদের(সম্ভবত ৯০২ জন) শিক্ষকরূপে নিয়োগ দিয়েছেন। যেখানে প্রতিবাদ করতে গেলে এইসব অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকরা ছাত্রদের প্রহার করে। সাধারণ ছাত্র-ছাত্রীরা এসবের প্রতিবাদ করতে গেলে সরকারী দল নামধারী লাঠিয়াল বাহিনীর হামলার শিকার হতে হয়। আবার রাজপথে নামলে পুলিশের টিয়ার শেলের আঘাতে চোখ হারাতে হয়। এরূপ একটি ভয়াবহ অরাজক পরিস্থিতির ভিতর দিয়ে চলা সমাজ কখনো সুস্থ্যভাবে চলতে পারে না। সেখানে অবশ্যই মানবরূপী দানবের সৃষ্টি হবেই। এর দায় অবশ্যই বর্তমান রাজনীতিবিদেরই নিতে হবে। সমাজ বা রাষ্ট্রের সার্বিক নৈতিক উন্নয়ন একমাত্র রাজনীতিবদরাই করতে পারে। এটি কোন একক রাজনৈতিক দলের কাজ নয় প্রয়োজন সকল রাজনৈতিক দলের ঐকবদ্ধ সমন্বিত আন্তরিক প্রয়াস। সুতরাং সর্বাগ্রে তাদেরকে সৎ, নীতিবান ও নির্মোহ সহি হতে হবে তবেই সমাজ ও রাষ্ট্র কলুষমুক্ত হবে। হতাশার কিছু নেই। নিঃসন্দেহে সুদিন আসবেই এবং তা আমাদের দেশীয় রাজনীতবিদের হাত ধরেই।