শনিবার, ১৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » » আগামিকাল দিনাজপুর ও কুড়িগ্রাম বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামিকাল দিনাজপুর ও কুড়িগ্রাম বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
পক্ষকাল ডেস্কঃ
দেশের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে আগামিকাল রোববার দিনাজপুর ও কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের শেষ দিক থেকে চলতি মৌসুমের দ্বিতীয় দফার বন্যায় এ পর্যন্ত ২২ জেলার ৩৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখন পর্যন্ত মারা গেছে শতাধিক মানুষ।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সরকার প্রধানের কার্যসূচিতে এ তথ্য জানা যায়।
প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত ওই কার্যসূচিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টার যোগে প্রথমে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন। এরপর সকাল ১১টার দিকে দিনাজপুর জেলা স্কুলে আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
সেখান থেকে যাবেন দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নে তেঘরা হাই স্কুল আশ্রয় কেন্দ্রে। সেখানে ত্রাণ বিতরণ শেষে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি দেখতে যাবেন প্রধানমন্ত্রী। কুড়িগ্রামের রাজার হাটে পাঙ্গা হাইস্কুল মাঠে ত্রাণ বিতরণ করবেন।
কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, নওগাঁ, জয়পুরহাট, যশোর ও রাঙামাটি জেলার ১২২টি উপজেলা ও ৩৮টি পৌরসভা এখন বন্যায় প্লাবিত।