বেনাপোলে -আমদানি নিষিদ্ধ ভারতীয় ইনজেকশন জব্
দ
আমিনুর রহমান তুহিন,শার্শা বেনাপোল প্রতিনিধি:বেনাপোল বর্ডার চেকপোস্ট কাস্টমসে ভারত থেকে আসা হোসাইন মিন্টু (৪৮) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ৮০ হাজার পিস আমদানি নিষিদ্ধ পশুর ভারতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ইনজেকশনগুলো জব্দ করে। উক্ত পাসপোর্ট যাত্রী হোসাইন মিন্টু শরিয়তপুরের আমির হোসেনের ছেলে।
কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে ঐ যাত্রী বাংলাদেশে প্রবেশ করলে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্য থেকে আমদানি নিষিদ্ধ ৮০ হাজার পিস ভারতীয় ইনজেকশন পাওয়া যায়। পরে ওই যাত্রীকে ছেড়ে দিয়ে তার মালামাল জব্দ করা হয়।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মো. আবদুস সাদেক বলেন, জব্দ করা ইনজেকশন কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।