কর্মচারীও এমপির স্টিকার লাগাচ্ছে: কাদের
পক্ষকাল ডেস্ক ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবাদিক নন সাংবাদিকের স্টিকার, এমপি নন এমপির স্টিকার গাড়িতে লাগিয়ে ঘুরছেন, যা নীলক্ষেতে পাওয়া যাচ্ছে। ভুয়া স্টিকার গাড়িতে লাগিয়ে অনেকে এমপি, মন্ত্রী হয়ে যাচ্ছে। এমনকি বাজার করতে গেলেও গাড়িতে এমপির স্টিকার লাগিয়ে বাজার করতে যাচ্ছে। জিজ্ঞাসা করলে বলে আমি বাসার কর্মচারী। আমি রাস্তায় থাকি আমার সামনে সব কিছু ধরা পরে। ক্ষমতার জোড়ে রাস্তায় উল্টোপথে গাড়ি চালাচ্ছে। এ জন্য দুদক ধরছে। উল্টোপথে গাড়ি চালালে কাউকে ছাড় দেয়া হবে না।’
রবিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জনপ্রতিনিধিদের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে যখন কোন জনপ্রতিনিধি এলাকায় যায় তখন তাকে সংবর্ধনা দেয়ার নামে অনেক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে। মাইলের পর মাইল এসে এক দিকে পেট্রেল খরচ করেছে অন্য দিকে রাস্তায় যানজট সৃষ্টি করছে। এমনকি নিজেরা দুর্ঘটনায় পতিত হচ্ছে। প্রতিনিয়তই এ ধরনের ঘটনা ঘটছে। অনেক জনপ্রতিনিধি আছে, যাদের এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইকের কারখানা। এসব ইজিবাইকে প্রায়ই দুর্ঘটনা হয়। এজন্য কি জনপ্রতিনিধিদের কোন দায়িত্ব নেই?’
উল্টোপথে গাড়ি চালনো নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বার বার বলছি যেন উল্টোপথে গাড়ি না চালায়। কিন্তু কেউ এ কথা মানছে না। উল্টো গাড়ি চালিয়ে ক্ষমতা দেখাচ্ছে। যারা উল্টোপথে গাড়ি চালাচ্ছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এই রাস্তা নিরাপদ করতে হবে। আমাদের ভবিষৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক তৈরি করতে হবে। যার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস উল্টো পথে যেতে বাধ্য করে। যদি বাস চালক না যায় তাহলে ক্যাম্পাসের কোন জায়গায় নিয়ে আটক করে রেখে মারধর করে। এরকম শিক্ষার দরকার নাই। যে শিক্ষা কোন ভাল কিছু দিবে না।’
মন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকায় এমন কিছু গাড়ি আছে যা ফিটনেসবিহীন। বিদেশিরা আমাদের দেশে আসে বিনিয়োগ করা জন্য। কিন্তু রাস্তায় এসে যে সব গাড়ি দেখছে তা দেখে বিদেশিরাও লজ্জা পাচ্ছে। রাজধানীতে যেসব গাড়ি আছে তার চেয়ে ভাল অনেক গাড়ি আছে মফস্বলে।’
বিআরটি’র চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনিরুল ইসলাম, সাবেক সচিব এম এন সিদ্দীক, নিরাপদ সড়ক চাই’র সভাপতি ইলিয়াস কাঞ্চন প্রমুখ।