শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতকে আবার বিভ্রান্ত করলেন টিলারসন!
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতকে আবার বিভ্রান্ত করলেন টিলারসন!
২৫২ বার পঠিত
সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতকে আবার বিভ্রান্ত করলেন টিলারসন!

---পক্ষকাল ডেস্ক ঃমার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে তার সাত দিনের সফর পর্যালোচনা করে বৃহস্পতিবার বলেছেন, তিনি পাকিস্তানকে বাধ্য করবেন না, তবে জোর দিয়ে বলেন, দেশটির সমর্থন নিয়ে বা সমর্থন ছাড়াই সন্ত্রাসবাদ নির্মূল করবেন। গত মঙ্গলবার টিলারসন, ৬৪, পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দের সাথে কয়েক দফা আলোচনা করেন।

তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়াস জোরদার করার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান। পাকিস্তান সহযোগিতা করতে সম্মত হলেও চাপের কাছে নতি স্বীকার করতে অস্বীকার করে, মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করে। মৃদ্যু কূটনৈতিক দক্ষতার জন্য পরিচিত টিলারসন বলেন, ইসলামাবাদের কাছে বার্তা হলো: ‘আমরা চাই পাকিস্তান এই কাজ করুক। আমরা তাদেরকে এসব কাজ করতে বলেছি। আমরা কোনো কিছু দাবি করছি না। তোমরা একটি সার্বভৌম দেশ। কী করতে চাও, সে সিদ্ধান্ত তোমরা নেবে।’

তিনি নতুন দক্ষিণ এশিয়া নীতির কৌশলগত প্রকৃতির কথা স্বীকার করে বলেন, সন্ত্রাসবাদ যাতে হুমকি হয়ে না থাকতে পারে, সেজন্য এটাকে নির্মূল করতে হবে। আমাদেরকে পরিস্থিতির আলোকে কাজ করতে হবে। আর পুরো দক্ষিণ এশিয়া কৌশলই পরিস্থিতিভিত্তিক কৌশল।

বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, ওয়াশিংটনের নতুন দক্ষিণ এশিয়া কৌশল আসলে স্পষ্ট কোনো কৌশল খোঁজার নীতি। এর ফলে বিমূর্ত ও অর্জন-অসাধ্য লক্ষ্য অর্জনের জন্য বেশ কিছু কৌশলগত পদক্ষেপের ভিত্তিতে তৈরি হয়েছে এটা। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সামান্য কিছু সময়ের জন্য ভালো হওয়ার পর টিলারসনের সফরের ফলে তাতে আবার তিক্ততার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টিলারসন যখন বলেছিলেন, পাকিস্তানেই রয়েছে বেশির ভাগ সন্ত্রাসী আস্তানা এবং এগুলো গুঁড়িয়ে দিতে হবে, তখন নয়া দিল্লি খুশি হয়েছিল। কিন্তু টিলারসনের সর্বশেষ এই ব্রিফিং দিল্লিকে আবার বিভ্রান্তিতে ফেলে দিয়েছে।

ভারত চায়, পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ওয়াশিংটন। কিন্তু ওয়াশিংটন তেমন কিছু করতে চাচ্ছে না, তেমন কিছু করার মতো অবস্থাতেও নেই। টিলারসন বলেছেন, তিনি ইসলামাবাদকে বোঝাতে চাইছেন, আমরা অবশ্যই সন্ত্রাসবাদকে পরাজিত করব।

টিলারসন বলেন, ‘আমরা এটাকে প্রয়োজনীয় মনে করি। যদি তোমরা তা করতে না চাও, তবে মনে করবে না যে তোমরা তা করতে পারো। আমরা আমাদের কৌশলে পরিবর্তন আনব, আমরা একই লক্ষ্য ভিন্নভাবে হাসিল করব।’

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার মর্যাদার কথা স্বীকার করে টিলারসন পাকিস্তানি কর্মকর্তাদের তাদের দেশের উদ্বেগের প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, ‘তোমরা এটা করতে পারো, কিংবা তোমরা এটা না করার সিদ্ধান্ত নিতে পারো।’

তিনি বলেন, তোমরা যদি তা না করতে চাও, তবে আমাদের তা জানাও। আমরা নতুন করে কিছু ভাবব।

সমস্যা দিল্লির
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করার বিষয়টি নিশ্চিত হয়ে গেলেও ওয়াশিংটনের সর্বশেষ বক্তব্যে মনে হচ্ছে, ইসলামাবাদকে পরিত্যাগ করার মধ্যে কিছু বিপদও আছে বলে তারা মনে করছে।

পাকিস্তানি নীতিনির্ধারকদের মনে দিল্লি কতটা স্থান জুড়ে আছে সে ব্যাপারে অবগত থেকেই কাশ্মির বিরোধে মধ্যস্ততা করার প্রস্তাব দিয়েছেন তারা।
যুক্তরাষ্ট্র সরকারিভাবে এই বিরোধে নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি করলেও কাশ্মির সমস্যার মূলে আত্মনিয়ন্ত্রণাধিকার নয়, বরং সন্ত্রাসবাদই আসল কথা- ভারতের এই যুক্তির পক্ষে অবস্থান গ্রহণ করেছে। পাকিস্তান মনে করে, ভারতের সাথে এ নিয়ে বৈরিতা অবসানে যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করতে পারে। কিন্তু চীনকে প্রতিরোধ করার জন্য যুক্তরাষ্ট্র এখন ভারতকে খুশি করার নীতি গ্রহণ করেছে।

ইসলামাবাদের জন্য দিল্লি থেকে নির্দেশনা নিয়ে গেছেন বলে যে ধারণার সৃষ্টি হয়েছে, টিলারসন তাও বাতিল করে দিয়েছেন। তিনি বলেন, তিনি ইসলামাবাদে খোলামেলা আলোচনা করেছেন। পাকিস্তানের জনগণ স্থিতিশীল, শান্তিপূর্ণ আফগানিস্তান থেকে এবং সন্ত্রাসমুক্ত অ ল থেকে ব্যাপকভাবে উপকৃত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি, সেনাপ্রধান জেনারেল কমর বাজওয়া এবং পাকিস্তানি নেতৃত্বের কাছে এটা ছিল আমার মূল বক্তব্য। যুক্তরাষ্ট্র সম্ভবত এমন একটি ব্যাবস্থা গ্রহণ করতে যাচ্ছে, যার ফলে ভারতের সাথে কৌশলগত সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলেও ইসলামাবাদকে পুরোপুরি পরিত্যাগ করা হবে না।

পর্যবেক্ষকদের মতে এটা একটি কঠিন কাজ। তবে সাম্প্রতিক ঘটনাগুলো আমলে নিলে বলা যেতে পারে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কৌশলগত বিষয়াদিতে পারস্পরিক সহযোগিতা করতে পারে। বিচ্ছিন্নভাবে ঘটা সমঝোতামূলক পদক্ষেপও আস্থার ঘাটতি কমিয়ে আনতে পারে। আর তা নতুন কৌশলগত সম্পর্কের সূচনায় ব্যবহৃত হতে পারে।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)