শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নিখোঁজের ৪ মাস পর কল্যাণ পার্টির মহাসচিব গ্রেফতার
নিখোঁজের ৪ মাস পর কল্যাণ পার্টির মহাসচিব গ্রেফতার
পক্ষকালসংবাদ ঃদীর্ঘ চার মাস ধরে নিখোঁজ থাকা কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের সন্ধান মিলেছে। তাকে শুক্রবার রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাজাহান সাজু পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, গুলশান থানায় ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় (মামলা নং-২৫) শুক্রবার রাতে শাহজাদপুর এলাকা থেকে আমিনুরকে গ্রেফতার করা হয়।
তবে নিখোঁজ হওয়ার পর থেকে দীর্ঘ চার মাস আমিনুর কোথায় ছিলেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান চলতি বছরের ২৭ আগস্ট নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে তার নিজ বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন। এরপর থেকে তার মোবাইল নম্বরটি বন্ধ ছিল। ওই ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুরের পরিবার।