শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সুইডেন আওয়ামীলীগের মধ্যে দ্বন্দ্ব, বিভক্তি তীব্র হচ্ছে
সুইডেন আওয়ামীলীগের মধ্যে দ্বন্দ্ব, বিভক্তি তীব্র হচ্ছে
এম আইনুল হক, ইউরোপ প্রতিনিধিঃ সুইডেন আওয়ামীলীগের মধ্যে যে দ্বন্দ্ব, বিভক্তি ,তা দিন দিন তীব্র থেকে তীব্রতর আকার ধারন করেছে। বঙ্গবন্ধুর সকল স্তরের অনুসারী এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ না হওয়ায় সুইডেন আওয়ামীলীগের সাধারণ নেতা কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। সুইডেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব দলিল উদ্দিন দুলু এক সাক্ষাতে বলেন, সুইডেন আওয়ামীলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন।দেশ ও দলের দূরদীনে সুইডেন আওয়ামীলীগ সর্বদায় পাশে থেকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করে আসছে। কিন্তু আজ সুইডেন আওয়ামীলীগের ভিতর কোন্দল গ্রুপিং তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করায় আমি সহ সাধারণ নেতা কর্মীদগণ হতাশ। আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সুইডেন সরকারের আমন্ত্রণে গত ১৫ জুন ২০১৭ সুইডেন সফরে আসলে তিনি সুইডেন আওয়ামীলীগের মধ্যে কোন্দল গ্রুপের ব্যাপারে অবগত হন এবং গ্রুপিং নিরসন কল্পে উভয় পক্ষের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নীদেশ দেন।সে সময় সকলে এক বাক্যে ওয়াদা করলেও আজ পর্যন্ত তা নিরসন হয়নি। জনাব দলিল উদ্দিন দুলু সহ সুইডেনে বসবাসরত একাধিক প্রবাসী আওয়ামীলীগের সাধারণ নেতা কর্মীদগণ জানিয়েছেন দলের ভিতর দ্বন্দ্ব বিভক্তি না রেখে বঙ্গবন্ধুর সকল স্তরের অনুসারী এক কাতারে ঐক্য বদ্ধ হয়ে ,জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে।