শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » হবিগঞ্জ চুনারুঘাটে শীতার্থদের মাঝে ব্যারিস্টার সুমনের শীতবস্ত্র বিতরণ
হবিগঞ্জ চুনারুঘাটে শীতার্থদের মাঝে ব্যারিস্টার সুমনের শীতবস্ত্র বিতরণ
এম এস জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধি ঃ সবাই মিলে শীতার্থ মানুষের পাশেদাড়াঁতে চাই এ শ্লোগান নিয়ে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপি’ররানীরকোর্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হিতৈষী ফাউন্ডেশনের অয়োজনে ওব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের অর্থায়নে শীতার্থদের মাঝে গতকাল (২২
ডিসেম্বর) রোজ শ্রক্রবার বিকেল ৫ ঘটিকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত
দিনদিন বেড়েই চলছে। কনকনে শীতে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। প্রচুর শীত ওকুয়াশায় এ অঞ্চলের মানুষের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টেই কাটছে।সন্ধ্যা নামতেই কুয়াশায় ঢেকে যায় চারদিক। শীত ও কুয়াশার তীব্রতাায়সন্ধ্যার মধ্যেই সবাইকে ঘরে বন্দি হতে হয়। শীতে বৃদ্ধ-শিশুদের কষ্টতাস্বাভাবিকভাবেই বেশি হয়। এ অঞ্চলে অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে
তেমন উদ্যোগও চোখে পড়ে না। দাম বেশি হওয়ায় অসহায় লোকজনকে শীতবস্ত্র ছাড়াই
জীবনযাপন করতে হয়। শীতার্র্থ কিছু মানুষের এমন দুর্দশা লাঘব করতেশুক্রবার সকাল থেকে চুনারুঘাট উপজেলার সবকটি যায়গায় অসহায় শীতার্থদের
মাঝে শীতবস্ত্র বিতরণ করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধুবপুর) আসনেরআওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগ কার্যকারী নির্বাহী সদস্য ও
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউট ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক
সুমন। এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফখরুল আলম ভান্ডারী, হাফিজুর রহমানবাবুল, আলহাজ্ব ক্বারী তাজুল ইসলাম, সার্বিক পরিচালনায় মাসুক ভূইয়া,মিজানুর রহমান শামীম, সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আঃ রশ্বিদ, তাহির
মাষ্ঠার, লিঠন চৌধুরী, শরদিন্দু দেব রায়, শাওন আহমেদ রুবেল, শফিকুল ইসলামসুলতান ও শফিকুল ইসলাম দুলালসহ এলাকার সর্বশ্রেণী পেশার মানুষ। উল্লেখ্য
যে, ৫০ জন হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়।