মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » সরকারী গাছ কেটে বিক্রির পায়তারাসরকারী গাছ কেটে বিক্রির পায়তারা
সরকারী গাছ কেটে বিক্রির পায়তারাসরকারী গাছ কেটে বিক্রির পায়তারা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউপির ধোপরপাশা এলাকায় রাস্তা সংলগ্ন সরকারী ৬টি বড় আকৃতির একাশি গাছ কেটে বিক্রির চেষ্টা চালানোর অভিযোগ পাওয়াগেছে। কর্তনকৃত ৬টি গাছের বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। গতকাল বৃহস্পতিবার সড়জমিনে দেখা যায়, কামারখাড়া ইউপির ৯নং ওয়ার্ড এলাকায় ধোপারপাশা-কামারখাড়া সংযোগ সড়কের উপর কর্তনকৃত ঐ সরকারী ৬টি একাশি গাছ পরে আসে।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানাযায়, ধোপারপাশা এলাকার ইসমাইল সরদার(৪০)নেতৃত্বে কয়েকদিন যাবত রাস্তা সংলগ্ন গাছ গুলো কাঁটা হয়ে আসছিল। ইতিমধ্যেই ৬টি গাছ কেঁেট ফেলা হয়েছে।
এবিষয় জানতে চাইলেই ইসমাইল গাছ কাঁটার কথা স্বীকার করে বলেন, গাছ গুলো কাটা হয়েছে তবে আমি গাছ কাঁটিনি, আমার ছোটভাই বদলি দিয়ে গাছ গুলো কেটেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার জানায়, গাছ কাঁটা বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ভাবে কামারখাড়া ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়ে গাছ কাঁটা বন্ধ করে দেওয়া হয়েছে, যে বা যারাই এ কাজ করুক না কেন তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।