শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৩.৬৫ শতাংশ
জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৩.৬৫ শতাংশ
পক্ষকাল সংবাদঃ
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি ফলাফলের আংশিক তথ্য তুলে ধরেন।এবারে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় মোট ২৮ হাজার ৬২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ পরীক্ষার্থী অংশ নেয়।