সোমবার, ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » পুতিনের বিরুদ্ধে মুসলিম নারী লড়তে চান
পুতিনের বিরুদ্ধে মুসলিম নারী লড়তে চান
পক্ষকাল ডেস্কঃরাশিয়ায় আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এক মুসলিম নারী। আইনা গামজাতোভা নামের ওই নারী শনিবার ডাজেস্তানের রাজধানী মাখাচখালায় প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।
এসময় তার পাশে সমর্থকরা ছিল। তিনি রাশিয়ার সবচেয়ে বড় মুসলিম মিডিয়া ‘ইসলাম ডট আরইউ’ পরিচালনা করেন। এই সংস্থার মাধ্যমে তিনি টেলিভিশন, রেডিও এবং পত্রিকা চালান। তার স্বামী আখমাত আব্দুলায়েভ ডাজেস্তানের একজন মুফতি।
নির্বাচনে তিনি জিততে পারবেন না। কেবল প্রতিদ্বন্দ্বিতা করাই তার মূল উদ্দেশ্য বলে জানা গেছে। তার প্রার্থীতার ঘোষণায় রাশিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। দেশটিতে ১৪ কোটি মানুষের মধ্যে দুই কোটি মুসলিম আছে। খবর আল জাজিরা