বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের্ মন্ত্রী শাহজাহান কামাল মেনন সমাজকল্যান
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের্ মন্ত্রী শাহজাহান কামাল মেনন সমাজকল্যান
পক্ষকাল সংবাদঃ
: আবারও মন্ত্রিপরিষদে রদবদল হয়েছে। এ কে এম শাহজাহান কামাল পেলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রালয়ের দায়িত্ব। এতোদিন এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
বুধবার মন্ত্রিসভায় এ রদবদল আনা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নতুন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী শপথ নেন। তাদেরই একজন হলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল।
এ কে এম শাহজাহান কামাল ১৯৫০ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার আটিয়াতলীতে জন্মগ্রহণ করেন। লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান কামাল। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী।
এ কে এম শাহজাহান কামাল একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৬৬ সালের ৬ দফা ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। এ সময় আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। এ কে এম শাহজাহান কামাল ১৯৭৩ সালে প্রথম সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্