বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » বাংলাদেশে কুয়েতের সেনাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
বাংলাদেশে কুয়েতের সেনাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
পক্ষকাল সংবাদঃ
বাংলাদেশের মৌলভিবাজার জেলায় দুর্ঘটনাকবলিত কুয়েতের সেনাপ্রধান লে. জেনারেল মোহাম্মদ খালেদ আল-খাদারকে বহনকারি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষা করছে কর্তৃপক্ষ, ছবি: এপিকুয়েতের সেনাপ্রধানকে বহনকারী একটি হেলিকপ্টার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিধ্বস্ত হয়েছে। তবে বুধবারের (৩ জানুয়ারি) এই দুর্ঘটনায় একজন মাত্র আরহী সামান্য আহত হন বলে কুয়েতের বার্তা সংস্থা কুনা’র খবরে বলা হয়েছে।
কুয়েতের সেনাবাহিনী প্রধান লে. জেনারেল মোহাম্মদ খালেদ আল-খাদারকে বহনকারি হেলিকপ্টারটি ঘন কুয়াশার কারণে গাছপালার মধ্যে আছড়ে পড়ে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের এক ছবিতে দেখা যায়, আছড়ে পড়ার কারণে এর পেছনভাগ ও পাখাগুলো ভেঙ্গে গেছে। একে সামেনের দিক নিচু অবস্থায় গাছের মধ্যে ঝুলতে দেখা যায়।
বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চলে আল-খাদারের এক সরকারি সফরকালে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র রেজাউল করিম বার্তা সংস্থা এপি’কে বলেন যে রাজধানী ঢাকা থেকে ১৬০ কিলোমিটার উত্তর পশ্চিমে মৌলভিবাজারের শ্রীমঙ্গলে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। এর ১৬ আরোহীর সবাই নিরাপদ রয়েছেন।
সেনা মুখপাত্র অবশ্য আরোহীদের পরিচয় প্রকাশ করেননি।