সোমবার, ৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বিএনপি’র কর্মসূচি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বিএনপি’র কর্মসূচি
পক্ষকাল ডেস্কঃ আজ ০৮ জানুয়ারী ২০১৮ সোমবার বেলা ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আগামী ১৯ জানুয়ারী ২০১৮ মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে এক যৌথসভা অুনষ্ঠিত হয়।
সভায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, সম্পাদকমন্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
যৌথসভায় নেতৃবৃন্দ আগামী ১৯ জানুয়ারী ২০১৮ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে নিম্মলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি’র নিম্নলিখিত কর্মসূচি :-স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারী সকাল ১০টায় বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতাকর্মী শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।