মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » নির্বাচনের আগে প্রণবের পরামর্শ শুনলেন হাসিনা
নির্বাচনের আগে প্রণবের পরামর্শ শুনলেন হাসিনা
পক্ষকাল সংবাদঃরাষ্ট্রপতি পদ থেকে অবসর নিয়ে এই প্রথম বিদেশ সফর করলেন প্রণব মুখার্জি। এই সফরে অন্যান্য সূচির বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে মধ্যাহ্ন ভোজেরআমন্ত্রণ গ্রহণ করেন তিনি। এতে করে মনে করা হচ্ছে, বাংলাদেশে নির্বাচনের আগে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের কূটনৈতিক আলাপের সূত্রপাত হলো।
এই আলোচনা যে তাৎপর্যপূর্ণ হয়েছে তার ইঙ্গিত দেয় হাসিনার সঙ্গে প্রণব মূখার্জির কয়েক ঘণ্টা একান্তে এই বৈঠক। এরপর তিনি বাংলা একাডেমিতে যান। বঙ্গবন্ধুর স্মৃতিধন্য নজরুলমঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘পরিবেশ দূষণের চেয়েও বড় দূষণ মানুষের মন ও চিন্তার দূষণ। মানুষের পাশবিকতার শিকার হচ্ছেন আরেকজন নিরীহ মানুষ।‘
এসময় তিনি বাংলাদেশের সংস্কৃতি এবং কবি, শিল্পী-সাহিত্যিকদের উদ্দেশ্যে বলেন, `বাংলাদেশ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। তাঁরা তাদের ভাষা সংস্কৃতি লুট হতে দেয়নি। তেমিন ভাবেমানুষের এই পাশবিকাতার বিরুদ্ধে আজও শিল্পী-সাহিত্যিকদেরও এগিয়ে আসতে হবে।’
প্রণব মুখার্জি কোনো রাজনৈতিক দল নিয়ে সরাসরি বক্তৃতা রাখেননি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে খোলামেলাআলাপ হয়েছে বলে একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানিয়েছেন, দ্বিপাক্ষিক অর্থনীতি, কৌশলগত পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছেপ্রণব-হাসিনার মধ্যে।
এছাড়া তিনি আরও জানান, রোহিঙ্গা সমস্যা এবং তার সম্ভাব্য সামাধান নিয়ে এই দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আর প্রণব মুখার্জি বাংলাদেশের অর্থনীতি বর্তমানে অবস্থানিয়ে সরাসরি জানতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। সরকারের নীতির ফলে তাঁর দেশে দারিদ্রের হার ২২ শতাংশে নেমে এসেছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে নজর কাড়া উন্নয়ন হয়েছে বলেপ্রধানমন্ত্রীর ভাষ্য তুলে ধরেন প্রেস সচিব এহসানুল করিম।
আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক রাষ্ট্রপতির কাছে (হাসতে হাসতে) জানতে চান,এখন তিনি কীভাবে অবসর কাটাচ্ছেন। এর জবাবে প্রণব মুখার্জি জানান, বই পড়তেতিনি ভালবাসেন।আগে সময় ছিল না কিন্তু এখন অফুরন্ত সময়। আর তাই বই-ই তাঁর সব সময়ের সঙ্গী।’
সূত্র: আনন্দবাজার