রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সৎ নয়ঃ মন্ত্রী মোশারফ
আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সৎ নয়ঃ মন্ত্রী মোশারফ
পক্ষকাল সংবাদঃ রোববার ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সৎ নয় তাই আইন প্রয়োগ করে ভূমি দখল রোধ করা যাচ্ছে না বলে সাংবাদিকদের জানালেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
তিনি বলেন, ভূমিদস্যুরা ৫৬ টি খাল ভরাট করে ফেলেছে। আশুলিয়ায় রাস্তার দুই পাশে যে পানি দেখা যেত এখন তা দেখা যায় না। গত ১৫ বছরে ধীরে ধীরে সেখানে বালু ফেলে ভরাট করা হচ্ছে। এখন তুরাগ নদীর চিহ্নও দেখা যাচ্ছে না। পাইপে করে প্রচুর বালি বাইরে থেকে আসছে। এটা বন্ধ করা সম্ভব না হলে সব খাল ভরাট হয়ে যাবে।’
রোববার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টাস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। মন্ত্রী এসময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।
এক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের নানা অনিয়ম নিয়ে মন্ত্রী বলেন, ‘আইনে আছে জলাশয় ভরাট করা যাবে না। তবে আইন প্রয়োগ করা যাচ্ছে না। রোধ করা যাচ্ছে না ভূমি দখল। কারণ আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সৎ নয়। গুলশান বনানীর ফুটপাত ঘেঁষেও বড় বড় বিল্ডিং হয়েছে। অথচ ফুটপাত থেকে তা পাঁচ ফুট দূরে থাকার কথা।’
ভূমিদস্যুরা কী সরকারের চেয়ে ক্ষমতাশালী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, তা নয়। এ কারণেই শেখ হাসিনা ভূমিদস্যুদের ছাড় দিবে না। তিনি এদের বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ নিবেন।’
কৃষি জমি রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষি ভূমিকে রক্ষার জন্য বর্তমান সরকারও কৃষিজমিতে বাড়িঘর নির্মাণে অনুৎসাহিত করছে। বাংলাদেশকে বাঁচাতে চাইলে কৃষি জমি রক্ষা করতে হবে।’
এসময় তিনি জনসাধারণকে সচেতন করে বলেন, ‘লাল ইট পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আমরা স্যান্ড সিমেন্ট ব্যবহারকে উৎসাহিত করছি। লাল ইট বন্ধে উদ্যোগক্তাদের আহ্বান জানাচ্ছি।’