শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়তে গেরুয়া ঝড় ?
ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়তে গেরুয়া ঝড় ?
পক্ষকাল ডেস্ক : উত্তর-পূর্বের বিধানসভা নির্বাচনে ‘গেরুয়া-ঝড়ে’র জন্য অপেক্ষা করছে বিজেপি ৷ ফেব্রুয়ারির ১৮ তারিখ ত্রিপুরায় ভোট ৷ বিজেপির আশা, সেখানে ১৯৯৩ সাল থেকে চলা বাম শাসনকে এবার কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে ৷ অন্যদিকে ঠিক ৯ দিনের ব্যবধানে, ফেব্রুয়ারির ২৭ তারিখে ভোট নাগাল্যান্ড ও মেঘালয়তে ৷
উত্তর-পূর্বে বিজেপির জয়যাত্রা শুরু ২০১৬ সালে ৷ মে মাসে অসমে তরুণ গোগোইয়ের ১৫ বছরের সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে বিজেপি ৷ ঠিক ৬ মাস পরে অরুণাচল প্রদেশের নির্বাচনে আবার বড় চমক দিয়েছে দল ৷ মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সহ ৪৩ জন বিধায়ককে দলে টেনে নিয়ে বিধানসভায় ক্ষমতা দখল করে বিজেপি ৷ ৬০ আসন বিশিষ্ট বিধানসভায় বর্তমানে ৪৮ জন বিধায়ক রয়েছে বিজেপি’র পক্ষে ৷ ২০১৭ মার্চ মাসে বিজেপি মণিপুরে সরকার তৈরি করে ৷
উত্তর-পূর্বের নির্বাচন বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, নাগাল্যান্ড ও মেঘালয়তে ভোট পাওয়া খুব সহজ হবে না বিজেপি’র ৷ খৃষ্টান সংখ্যাধিক্য থাকা ওই রাজ্যগুলিতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই বিজেপি বিরোধী ৷ দেশজুড়ে চার্চগুলিতে আক্রমণ, গো-মাংস বন্ধ কিংবা গো-রক্ষাকদের তাণ্ডবে আশঙ্কিত খৃষ্টানরা বিজেপি’র বিরূদ্ধেই যাবে ৷ মেঘালয়তেও গো-রক্ষকদের তাণ্ডব এবং গো-মাংস ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে পারে বিজেপি’র রাজনৈতিক যাত্রা ৷