রবিবার, ১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ক্ষমতায় গিয়ে আলাদিনের চেরাগ পেয়ে যায় অনেক
ক্ষমতায় গিয়ে আলাদিনের চেরাগ পেয়ে যায় অনেক
পক্ষকাল প্রতিবেদক
নিজেদের করা এক সমীক্ষার ভিত্তিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচিত হওয়ার পর বেশিরভাগ জনপ্রতিনিধি আকাশচুম্বী সম্পদশালী হয়ে ওঠেন। যার হিসাব বরাবরই গোপন থাকে।’
বদিউল আলম মজুমদার আরো বলেন, ‘নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আলাদিনের চেরাগ পেয়ে যায় অনেকে।’
আজ রোববার দুর্নীতি দমন প্রতিরোধ সপ্তাহের সমাপনী দিনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার। তিনি আরো বলেন, ‘রাঘব বোয়ালদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে না পারি তাহলে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারব না।’
নিজ কার্যালয়ে ওই সেমিনারের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রতিপাদ্য ছিল, ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি।’
ওই সেমিনারে দুর্নীতি দমন নিয়ে কথা বলেন বিশিষ্টজনরা। দুর্নীতি কমিয়ে আনতে হলে রাজনীতিবিদদের সাথে আমলাদের অবৈধ কর্মকান্ডের যোগসাজশ কমিয়ে আনার মত দিয়েছেন বিশিষ্টজনরা।
জনপ্রতিনিধি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক সংগঠন ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা সেমিনারে বক্তব্য দেন।
দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সাধারণ মানুষ জানেই না যে আমাদের কী ম্যান্ডেট।’ তিনি আরো বলেন, ‘কোনো পাবলিক সার্ভেন্ট যদি না বলে কেউ নাই ওটাকে হ্যাঁ বলার মতো।’ সব ক্ষেত্রে দুর্নীতির অনুসন্ধানে আইনি সীমাবদ্ধতা আছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমলাদের সদিচ্ছা থাকলে দেশে কোনো দুর্নীতি হওয়া সম্ভব নয়।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘রাষ্ট্রীয় ক্রয় খাতসহ যত বিনিয়োগ আছে, সে খাতে যত দুর্নীতি আছে প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদের একটা ভূমিকা থাকে। দ্বিতীয়ত রাজনীতির দায়িত্বে যারা আছে তাদের একটা ভূমিকা থাকে। তৃতীয় হচ্ছে যারা বিনিয়োগ করে, ব্যবসা করে তাদের একটা ভূমিকা থাকে।’
কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দুর্নীতি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম না। এটা প্রধানত একটা সামাজিক অর্থনৈতিক সমস্যা। সেই গোড়ায় গিয়ে হাত দিতে হবে।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘রাজনীতিবিদ ও আমলাদের যোগসাজসে এই দুর্নীতি দিন দিন বাড়ছে। এটা ভাঙতে না পারলে আমরা এগোতে পারব না।’