মুজিবনগর স্মৃতিসৌধ
সৈকত রুশদীঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রবাসী সরকারের অভিষেক হয় মেহেরপুর শহর থেকে ১৬ কিমি দূরে সীমান্ত সংলগ্ন বৈদ্যনাথতলা আম্র কাননের এই স্থানটিতে l
এক দল গ্রামীণ অথচ সাহসী বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার প্রদর্শন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচিত হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের অভ্যূদয় l পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য (এমএনএ) দের মধ্য থেকে আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে গঠিত এই বাংলাদেশ সরকার স্বাধীনতা যুদ্ধে সফল নেতৃত্ব দান করে l রাষ্ট্রপতি পাকিস্তানে কারারুদ্ধ থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ নজরুল ইসলাম l এই ঐতিহাসিক ক্ষণটির সাক্ষী হয়ে থাকেন স্থানীয় অধিবাসী, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সরকারের কর্মকর্তারা ছাড়াও শতাধিক দেশী-বিদেশী সাংবাদিক l
পরবর্তীতে রাষ্ট্রপতি হ. ম. এরশাদ তাঁর আগ্রহে নির্মিত এই স্মৃতি সৌধটি উদ্বোধন করেন ১৯৮৭ সালের ১৭ এপ্রিল l বাংলাদেশ টাইমস-এর একজন রিপোর্টার হিসেবে অনুষ্ঠানটি কভার করি l
স্মৃতি সৌধ নির্মাণের আগে এবং পরে বহুবার গিয়েছি মুজিবনগর l সপরিবার এক ভ্রমণের সময় আমার তোলা একটি ছবি এটি l
১৭৫৭ সালের ২৩ জুন যে পলাশী আম্র কাননে ইংরেজদের কাছে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল, সেখান থেকে মাত্র ৩৫ কিমি দূরত্বে নতুন রাষ্ট্র বাংলাদেশের অভ্যূদয়ের এই স্থানটি বাঙালির অপরিসীম গৌরবের স্মারক l
টরন্টো,