পাকিস্তানে ফুটবল ম্যাচে হামলায় নিহত ৫
পক্ষকাল প্রতিবেদক :পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তরাঞ্চলে একটি ফুটবল ম্যাচে বোমা বিস্ফোরণে খেলোয়াড়সহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। রোববারের এই হামলায় ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় একজন কর্মকর্তা।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।ওরাকজাই জেলার প্রধান শহর কালিয়ার খাড্ডা বাজার এলাকায় একটি খেলার মাঠে খেলা চলাকালীন বোমাটি বিস্ফোরিত হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন খেলোয়াড়।
কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, একটি ভলিবল ম্যাচ দেখার সময় দর্শকদের মধ্যে বোমাটি বিস্ফোরিত হয়। কিন্তু রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, একটি ফুটবল ম্যাচ চলার সময় বোমাটি বিস্ফোরিত হয়।তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি। কোনো জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।পাকিস্তান সেনাবাহিনী হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে। ওরাকজাই শহরের শিয়া মুসলিম অধ্যুষিত এলাকায় অভিযান চলছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ হামলার নিন্দা জানিয়েছেন। হতাহতের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তিনি।