সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » চীন-ভারতের ব্যাপারে কৌশলী ঐক্যফ্রন্ট!
চীন-ভারতের ব্যাপারে কৌশলী ঐক্যফ্রন্ট!
পক্ষকাল চিন্তা করেঃ
ক্ষমতায় গেলে সব দেশের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় এমন কৌশলী পররাষ্ট্রনীতি নিয়ে এগোতে চায় নবগঠিত নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার ঢাকার পূর্বাণী হোটেলের সম্মেলন কক্ষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ জোটের নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এমন ইঙ্গিত দিয়েছেন ড. কামাল হোসেন।
ইশতাহারে পররাষ্ট্রনীতির বিষয়ে বলা হয়, ‘সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করা হবে। সেই সঙ্গে চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ এর লাভজনক প্রকল্পেও বাংলাদেশ যুক্ত হবে।’
বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত তিস্তাসহ ভারতের সঙ্গে সব অভিন্ন নদীর পানিবণ্টনে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত রোহিঙ্গা ইস্যুর বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারে বলা হয়, ‘রোহিঙ্গা সমস্যা মিয়ানমার বাংলাদেশের উভয়েরই, তাই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এর দ্রুত সমাধান করা হবে।’