রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ই-পেপার | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » মেহেরপুর গাংনীতে যুবককে অপহরণের চেষ্টা, আহতাবস্থায় উদ্ধার
মেহেরপুর গাংনীতে যুবককে অপহরণের চেষ্টা, আহতাবস্থায় উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি: ছিনতাইয়ের উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করে স্থানীয়দের প্রতিরোধের মুখে ব্যার্থ হয়ে যুবককে আহত করে ছিনতাইকারিরা পালিয়ে যায় বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামের খালগাছের ঘোনা ওহাবের আম বাগানে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার। আবুল বাশার জানান, ছিনতাইকারিদের শিকার আহত খাইরুল ইসলাম গোলাপ আযান গ্রামের সরোয়োর হোসেনের ছেলে সে সার বীজ ব্যাবসায়ী ও তরুণ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক গাংনী থেকে ব্যাবসায়ীক কাজ শেষ করে সন্ধ্যার সময় পোড়াপাড়া হয়ে তার নিজ গ্রাম আযানের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পোড়াপাড়া খালগাছের ঘোনা ওহাবের আমবাগানের নিকট পৌছলে সে ছিনতাইকারিদের সামনে পড়ে। ছিনতাইকারিদের দেখে সে তার গ্রামের সাহারুলের কাছে ফোনে চিৎকার করে ছিনতাইকারিদের কবলে পড়ার কথা জানাতে থাকে। পরে সাহারুল গ্রামের লোকজনদের সাথে নিয়ে তাকে ওহাবের আমবাগানের অদুরে মাঠ থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উদ্ধারকারিরা জানান, ছিনতাইকারিদের শিকার খাইরুল ইসলাম গোলাপের মুখে মাঠের ঢ্যালা মুখে পুরে দেওয়া হয়েছিল এতে সে কোনভাবেই কথা বলতে পারছিলনা।ধারণা করা হচ্ছে সে যেন চিৎকার করতে না পারে এজন্য ছিনতাইকারিরা তার মুখে ঢ্যালা পুরে দেয়। স্থানীয়দের ধারণা তার কাছে মটরসাইকেল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাইকারিরা তাকে তুলে নিয়ে যায়। বর্তমানে সে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।