বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » সম্পাদক বলছি » আসন্ন সিটি ভোটও সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু চান সিইসি
আসন্ন সিটি ভোটও সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু চান সিইসি
পক্ষকাল সংবাদঃবিগত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনও সুষ্ঠু চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আলোচনা অনুষ্ঠানে এই প্রত্যাশার কথা জানান তিনি।
cec nurul huda new
উপস্থিত কর্মকর্তারা মূলত ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন, উত্তর ও দক্ষিণ সিটির নবগঠিত ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন এবং উত্তর সিটির ৯ ও ২১নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের শূন্য পদে নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সিইসি বলেন, ‘আমরা চাই- ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। ঠিক যেমনটা আপনাদের পরিচালনায় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক দক্ষতা দেখিয়ে জাতিকে সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন।’
নির্দেশনা দিয়ে সিইসি বলেন, ‘নির্বাচনে কে জয়ী হলো সেটা আপনাদের বিষয় নয়। আচরণবিধি তারা কীভাবে পালন করে সেটা দেখবেন। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন তারাই জনপ্রতিনিধি হবেন। আপনাদের প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসা রয়েছে সেটা আপনারা রক্ষা করবেন।’ সভায় সভাপতিত্ব করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।