বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ই-পেপার | জেলার খবর | ব্রেকিং নিউজ » মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদুকের অভিযান।। দালালের জেল
মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদুকের অভিযান।। দালালের জেল
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদুকের টিম। এসময় হাতেনাতে ঘুষ লেনদেনের সময় আনোয়ার পারভেজ নামের এক দালালকে আটক করা। চুয়াডাঙ্গা শহরের মল্লিকপাড়ার ফজলুর ছেলে সে। বর্তমানে মেহেরপুর শহরের ক্যাশবপাড়ায় বাসা ভাড়ায় থাকে। আটকের পর ভ্রাম্যমান আদালত তাকে ৩ দিনের কারাদন্ড দেয় বলেছে জানিয়েছে দুদুকের উপ-পরিচালক জাকারিয়া। বৃহস্পতিবার দুপরে পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল হক।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া শাখার উপ-পরিচালক জাকারিয়া জানান, মেহেরপুর পাসপোর্ট অফিসের বিভিন্ন দালাল চক্র ও অভান্তরীন কিছু অফিস স্টাফ মিলে একটি সিন্ডিকেট তৈরী করেছে এবং পাসপোর্ট গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এমন অভিযোগের ভিত্তিতে দূর্ণীতি দমণ কমিশন ( দুদুক) এর প্রধান কার্যালয়ের নির্দেশ অনুযায়ী আমরা এ অভিযান চালায়। তিনি আরও বলেন, এই অফিসে প্রবেশ করে আমরা হাতে না হাতে আনোয়ার পারভেজ নামে এক দালালকে আটক করি । সে গাংনী উপজেলার মহাসিন নামে একজনের কাছে থেকে অতিরিক্ত অর্থ নিয়ে পাসপোর্ট করে দিবে বলে। এসময় আমরা তাকে আটক করি এবং ভ্রাম্যমান আদালত তাকে ৩ দিনের কারাদন্ড দেয়।
সাধারণ মানুষের অভিযোগ মেহেরপুর পাসপোর্ট অফিসে এসে তাদের নানা ভোগান্তির স্বীকার হতে হয়, টাকা লেনদেন হয় এবং এর সাথে অফিসের লোকজন জড়িত এধনের কোন তথ্য পেয়েছেন কিনা সাংবাদকিদের এ প্রশ্নের জবাবে দুদুক কর্মকর্তা বলেন, শুনেছি গত ১৬ তারিখে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। আজকে আমরা একরম কোন অবস্থা দেখতে পাইনি। তবে, পূর্বে দায়িত্ব পালনরত পুলিশ, আনসারসহ সকলকে বদলি করে নতুন ষ্টাফ দিয়ে কাজ শুরু করেছে পাসপোর্ট অফিস।