শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ই-পেপার | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। আজ সকাল ১০ টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশুদের মুখে এ ক্যাপসুল তুলে দেন তিনি। দিনব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২৪৬ জন শিশুকে লাল রং-য়ের আর ১২-৫৯ বয়সী ৫৮ হাজার ৫৯৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, সিভিল সার্জন ডাঃ শামীম আরা নাজনীন, হাসপাতালের আর.এমও ডাঃ এহসানুল কবীরসহ হাসপাতালের চিকিৎসকরা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দেশের একটি মানুষও বিনা চিকিৎসায় আর খাদ্যের অভাবে মারা যাবে না। আর্থিক সংকটে কেউ শিক্ষা বঞ্চিত হবে না। বর্তমান সরকার সব দায় দায়িত্ব নিয়েছে।