শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা
পক্ষকাল ডেস্ক ঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে। এ ৮৭ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হলেও ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে। এ সময় তিনি নিজ নিজ এলাকায় গিয়ে চেয়ারম্যানদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা
প্রসঙ্গত, আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি।
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা
প্রথম ধাপের ভোটে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা, কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা, নীলফামারী জেলার সবকটি উপজেলা এবং লালমনিরহাট জেলার সবকটি উপজেলা রংপুর জেলার সবগুলো উপজেলা। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার আটপাড়া উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা
এ ছাড়া সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে।