
বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ই-পেপার | জেলার খবর | ব্রেকিং নিউজ » মুজিবনগরকে স্বাধীনতার তীর্থভূমি হিসেব গড়ে তুলতে এক হাজার কোটি টাকা বরাদ্দ———–মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক.
মুজিবনগরকে স্বাধীনতার তীর্থভূমি হিসেব গড়ে তুলতে এক হাজার কোটি টাকা বরাদ্দ———–মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক.
মেহেরপুর প্রতিনিধি ॥ মুজিবনগকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষে ৫শ কোটি টাকা নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন এক হাজার টাকা বরাদ্দ দেওয়ার জন্য। যেখানে দর্শনার্থীরা এসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। মুজিবনগরকে স্বধীনতার তীর্থভূমি হিসেব গড়ে তোলা হবে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি আরোও বলেন, বিদেশী পর্যটক এস যাতে মুজিবনগরে আ¤্রকাননের অপার সৌন্দর্য উপভোগ করতে পারে সে লক্ষে সব ধরনের অবকাঠামো নির্মান করা হবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লালমিয়া, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলসহ সরকারের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এ সময় মন্ত্রীদ্বয় মুজিবনগর কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। এর আগে মুন্ত্রীদ্বয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করেন।