শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে এডহক কমিটি গঠনের অভিযোগ
ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে এডহক কমিটি গঠনের অভিযোগ
মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হকের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের চেষ্টার অভিযোগ উঠেছে। জানাযায়, ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত কমিটি গঠনের লক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ গত ২৩/০১/২০১৯ ইং তারিখ, স্মারক নং -৬/৫৪৮৩/১৫৮৮ এডহক কমিটি গঠনের অনুমতি প্রদান করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পত্র প্রেরণ করেন।
এডহক কমিটি গঠন বাধাগ্রস্থ করণের জন্য অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মাহবুবুর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে সাময়িক বরখাস্তের নামে বিদ্যালয়ের কাজে বাধা দিতে ধাকেন।
এবং উক্ত এডহক কমিটি গঠনের অনুমতি পত্র অবৈধ ঘোষনার জন্য বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান গং সহকারী জজ আদালত মিরপুরে একটি মামলা দায়ের করেন।যার নং ২৭/২০১৭।
বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান উক্ত মামলায় হেরে পুনরায় জেলা জজ আদালত, কুষ্টিয়াতে আপিল করেন। যার নং ১৪/২০১৭। ওই আপিলেও তিনি হেরে যান। এবং হেরে গিয়ে তার আস্থাভাজন সহকারী প্রধান শিক্ষক শামসুল হককে ভারপ্রাপ্ত দেখিয়ে কুটকৌশল অবলম্বন করে নিজেদের লোক দিয়ে কমিটি গঠন ও নিজেই এডহক কমিটির সভাপতি হওয়ার বাসনায় সহকারী প্রধান শিক্ষককে দিয়ে এডহক কমিটির প্রস্তাব বোর্ডে প্রেরণ করেন। যার আবেদন আইডি ১৩০১৩, তাং ০২/০১/২০১৮ইং।
এব্যাপারে অত্র বিদ্যালয়ের অবৈধ এডহক কমিটি গঠনের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের লিখিতভাবে যশোর বোর্ডে অভিযোগ দায়ের করেন। যার আবেদন আইডি ১৩১৬১, তাং ১৬/০১/২০১৮ইং। আবেদনের প্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ ওই এডহক কমিটি অনুমোদন দেয়া থেকে বিরত থাকেন।
প্রায় এক বছর পর গত ১১/০২/২০১৭ইং তারিখ, স্মারক নং বিঅ-৬/৫৪৮৩/৪৭৮৫(১-৭) এর মাধ্যমে প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদেরকে তার আবেদন আইডি ১৩১৬১, তাং ১৬/০১/২০১৮ইং এর মাধ্যমে গত ২৩/০১/২০১৭ইং তারিখের পত্র মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃপক্ষ এডহক কমিটি গঠনের অনুমতি দিয়ে অনলাইন আইডিতে তাকে পত্র প্রেরণ করেন। এবং একই পত্রে কথিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ০২/০১/২০১৮ তারিখের বি-৬/৫৪৮৩/১৩০৪ স্মারকে যে এডহক কমিটি গঠনের প্রস্তাব বাতিল করেন।
অতদসত্বেও বিদ্যালয়ের কথিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখনও এডহক কমিটি গঠনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিদ্যালয় শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ও কমিটি গঠনের স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছে।